নয়াদিল্লি: শনিবার, ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান (Pakistan Cricket Team) বিশ্বকাপ (ODI World Cup 2023) একে অপরের মুখোমুখি হয়েছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের লড়াইয়ে ভারতীয় দল সহজেই জয় পায়। ১৯২ রান তাড়া করতে নেমে ১১৭ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরেই এবার বিতর্কের ঝড়।


ম্যাচ শেষে পাকিস্তান কোচ মিকি আর্থার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের আচরণ নিয়ে মুখর হয়েছিলেন। এবার সেই মর্মেই সরাসরি আইসিসিকে (ICC) নালিশই করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান আউট হওয়ার পর সাজঘরে ফেরার পথেই তাঁর সঙ্গে অনেক সমর্থক খারাপ আচরণ করেন বলে অভিযোগ। পাশাপাশি পাক বোর্ড প্রধান জাকা আশরফও পাকিস্তান সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাওয়া নিয়ে অভিযোগ তোলেন। এই সব নিয়েই পাক বোর্ডের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে অভিযোগ জানানো হয়েছে।


পিসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চলতি বিশ্বকাপে পাকিস্তানি সাংবাদিকদের ভিসা পাওয়ায় বিলম্ব ও পাকিস্তানি সমর্থকদের ভিসা পাওয়ার কোনও সুযোগ না থাকার বিরুদ্ধে আরেক দফায় আইসিসিকে অভিযোগ করা হয়েছে। পিসিবির তরফে ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তান দলের ক্রিকেটারদের উদ্দেশে অভব্য আচরণ করার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।' 


 






পাকিস্তান শিবিরে উদ্বেগ


হারের হতাশা ভুলে জয়ের সরণিতে ফিরতে ২০ অক্টোবর, শুক্রবার তাঁরা রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (PAK vs AUS) মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই পাক শিবিরে উদ্বেগ। পাকিস্তানের দলের একাধিক তারকা জ্বরের কবলে পড়েছেন। 


খবর অনুযায়ী, পাকিস্তান দলের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করার কথা ছিল। তবে একাধিক তারকা জ্বরে আক্রান্ত হওয়ায় সেই অনুশীলন সেশন পিছিয়ে আনা হয় যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পান। সকালের বদলে সন্ধেবেলা সেই অনুশীলন শিবির হতে পারে বলে খবর। জ্বরে আক্রান্ত পাক ক্রিকেটারদের এই তালিকায় রয়েছেন আব্দুল্লা শফিক, শাহিন শাহ আফ্রিদিরা, উসমা মিররা। শফিক এখনও সুস্থ না হলেও, শাহিন, উসমারা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ঐচ্ছিক অনুশীলনেও হাজির সকলে, পুণের ওপেন নেটে ঘাম ঝড়ালেন কোহলিরা