পুণে: টার্গেট একেবারেই আহামরি ছিল না। সেই টার্গেটে পৌঁছতেও খুব একটা কসরত করতে হল না। শ্রীলঙ্কাকে ২৮ বল বাকি থাকতে সাত উইকেটে হেলায় হারাল আফগানিস্তান (AFG vs SL)। অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি (Hashmatullah Shahidi) এবং আজ়মাতুল্লা ওমরজ়াইয়ের (Azmatullah Omarzai) অপরাজিত শতরানের পার্টনারশিপে ভর করেই চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) তৃতীয় জয় পেলেন আফগানরা। এই জয়ের সুবাদেই তাঁদের বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর আশা বজায় রইল। ওমরজ়াই আফগানদের হয়ে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেলেন।
অল্প রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে হয়নি। ইনিংসের প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজকে শূন্য রানে সাজঘরে ফেরান দিলশান মধুশঙ্কা। প্রথম ওভারেই উইকেট পাওয়ায় শ্রীলঙ্কার জয়ের আশা বৃদ্ধি পায়। তবে ইব্রাহিম জ়াদরান ও রহমত শাহ ৭২ রানের পার্টনারশিপে আফগানদের হয়ে ইনিংসে স্থিরতা প্রদান করেন। মধুশঙ্কাই এই পার্টনারশিপও ভেঙে ফের একবার শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান। ৩৯ রানে সাজঘরে ফেরেন জ়াদরান।
তবে দ্বিতীয় উইকেটের মতো তৃতীয় উইকেটেও আফগানিস্তান ফের একবার ভাল পার্টনারশিপ গড়েন। রহমতকে সঙ্গ দেন অধিনায়ক হাশমাতু্ল্লা শাহিদি। ৬১ বলে রহমত নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ৬২ রানে আউট হলে চতুর্থ উইকেটে ওমরজ়াই এবং শাহিদির আরও পার্টনারশিপে আফগানদের জয় সুনিশ্চিত হয়। একের পর এক ভাল পার্টনারশিপই আফগানদের জয়ের পথ সুদম করে। অধিনায়ক শাহিদি ৫৮ রানে অপরাজিত থাকেন।
এই জয়েরর সুবাদে আফগানিস্তান আপাতত পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এল। ছয় ম্যাচ খেলে রশিদ খানরা তিনটি ম্যাচ জিতেছেন এবং তিনটিতে পরাজিত হয়েছেন। আফগান এই নিয়ে তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারাল। তাঁরা গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তো হারিয়েছিলই। গত ম্যাচেই পাকিস্তানকে হারায়। এবার তাঁদের শিকার দ্বীপরাষ্ট্র। আফগানরা কিন্তু এখনও বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে ভাল মতোই রয়েছেন। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে শ্রীলঙ্কা চারটিতে পরাজিত হয়েছে এবং দুইটি ম্যাচে জয় পেয়েছে। তাঁরা আপাতত পয়েন্ট তালিকায় আফগানিস্তানের ঠিক পরেই, ছয় নম্বরে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ইডেনের বাইশ গজ নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে পাকিস্তান ও বাংলাদেশ