চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলার কেএল রাহুল এবং বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত পার্টনারশিপে ভারতকে জয় এনে দেন। কোহলি ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে ৯৭ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা পুরস্কার পান কেএল রাহুল।


অবশ্য কোহলি ম্যাচ সেরা না হলেও, ম্যাচের পর এক বিশেষ পুরস্কার পেলেন। ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য সোনার পদক পুরস্কার দেন। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে কোহলিকে এই সোনার পদক হাতে তুলে দেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। তিনি শ্রেয়স আইয়ারের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন। তবে পর মুহূর্তেই জানিয়ে দেন কেবল একটা ক্যাচ নয়, গোটা ম্যাচে ফিল্ডিং পারফরম্যান্সের নিরিখেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।


 






টি দিলীপ বলেন, 'আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ার ডাইভ মেরে দুরন্ত ফিল্ডিং করেছে। তবে আমরা সবসময় ধারাবাহিকতার কথা বলে থাকি। তাই শুধু একটি ক্যাচ নয়, গোটা ম্যাচ জুড়ে পারফরম্যান্সটাই বেশি গুরুত্বপূর্ণ। শুধু নিজে ভাল ফিল্ডিং করাই নয়, ব্যাকআপ করা এবং সতীর্থদের উজ্জীবিত করাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই আমার মতে এই পুরস্কারটা বিরাটের পাওয়া উচিত।' 


এই ম্যাচেই ফিল্ডার হিসাবে নতুন ইতিহাস গড়েন বিরাট। ম্যাচের শুরুতেই মাত্র তৃতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘর ফেরেন। ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরেন বিরাট। এটি বিশ্বকাপে তাঁর ১৫তম ক্যাচ, যা যে কোনও ভারতীয় ফিল্ডারের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সঙ্গে নয়াদিল্লি গেলেও, গিলের আফগানিস্তান ম্যাচ খেলা নিয়ে প্রবল সংশয়