মুম্বই: বছর চারেক আগের ম্যাচটা এখনও স্পষ্ট মনে আছে লকি ফার্গুসনের (Lockie Ferguson)। নিউজ়িল্যান্ড জিতেছিল বলে শুধু নয়, অভূতপূর্ব ঘটনা ঘটেছিল বলে। ২০১৯ বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালে ম্যাঞ্চেস্টারে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ গড়িয়েছিল দ্বিতীয় দিনে। বৃষ্টির জন্য প্রথম দিন ম্যাচ শেষ করা যায়নি বলে।


বিশ্বকাপের সেমিফাইনালে ফের ভার বনাম নিউজ়িল্যান্ড। তার আগে কিউয়ি পেসার ফার্গুসন বলেছেন, 'দু'দিন ধরে কোনও ওয়ান ডে ম্যাচ আমি আগে কখনও খেলিনি। তাই চার বছর আগের সেমিফাইনালটা ছিল অবিশ্বাস্য। আমাদের কাছে খুব তৃপ্তিদায়ক স্মৃতিও।'


ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে নিউজ়িল্যান্ডের ২৩৯ রান তাড়া করে জেতার মতো পরিস্থিতি ছিল ভারতের। কিন্তু ম্যাচ দ্বিতীয় দিনে গড়ায় আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সুবিধা পেয়ে যান নিউজ়িল্যান্ডের বোলাররা। ১৮ রানে ম্যাচটি হেরে যায় ভারত।



চার বছর পরে ভারতের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। খেলা এবার নিজেদের দেশের মাটিতে। তার ওপর টানা ৯ ম্যাচ জিতেছে ভারত। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখাচ্ছে রোহিত শর্মাদের। ফার্গুসন বলছেন, 'ওই ম্যাচের পর চার বছর কেটে গিয়েছে এবং তার মধ্যে দুই দলই প্রচুর ক্রিকেট খেলেছি। বুধবারের ম্যাচের জন্য দুই শিবিরই মুখিয়ে রয়েছি। তবে প্রতিশোধের কাহিনি লেখা সাংবাদিকদের কাজ। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করা ঠিক কি না জানি না। চার বছর আগের ম্যাচটা কিন্তু দর্শনীয় হয়েছিল।'





২০১৯ সালের সেই সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেসার ম্যাট হেননির। দ্বিতীয় দিন শুরুতেই রোহিত শর্মা ও কে এল রাহুলের উইকেট তুলে নিয়েছিলেন হেনরি। তবে এবার চোটের জন্য হেনরি নেই। যদিও ফার্গুসনের মতে, টিম সাউদি সেই অভাব পূরণ করে দিয়েছেন। আইপিএলকলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পেসার বলেছেন, 'ম্যাচ হেনরির না থাকাটা বিরাট এক শূন্যতা তো বটেই। তবে ওকে ছাড়াও আমরা শক্তিশালী। যেভাবে ও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, তা দুর্ভাগ্যজনক। তবে টেস্ট দলের অধিনায়ক টিম সাউদি প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছে। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওর। ভারতের মাটিতে প্রচুর ক্রিকেট খেলেছে। '




বুধবারের সেমিফাইনাল ধরলে টানা পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপের শেষ চারের ম্যাচ খেলবে নিউজ়িল্যান্ড। এই ধারাবাহিকতাই তাঁদের সবচেয়ে বড় শক্তি, মনে করিয়ে দিয়েছেন ফার্গুসন। বলেছেন, 'আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম জেতার লক্ষ্য নিয়েই। তবে সব কিছুই একটা পদ্ধতি অবলম্বন করে হয়। সেমিফাইনাল খেলতে পারব ভেবে ভাল লাগছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কানায় কানায় ভরা গ্যালারির সামনে খেলতে পারব ভেবে সবাই রোমাঞ্চিত। '




আরও পড়ুন: ইডেনে সতীর্থদের স্যুইপ-স্কুপের ক্লাস নিলেন ম্যাক্সওয়েল, লক্ষীবারে ঝড়ের পূর্বাভাস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial