ODI World Cup Semifinal LIVE: ব্যাটে দাপট কোহলি-শ্রেয়সের, বল হাতে ঘাতক শামি, ৭০ রানে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

ODI World Cup 2023, IND Vs NZ: ১২ বছর পর ফের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

ABP Ananda Last Updated: 15 Nov 2023 10:30 PM

প্রেক্ষাপট

মুম্বই: ১২ বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনির হাঁকানো ছক্কায় ভারতের বিশ্বজয়ের ছবিটা এখনও সকল ভারতীয় সমর্থকদের মনে তাজা। সেই ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে ইতিমধ্যেই আবারও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াইটা...More

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল রোহিতের টিম ইন্ডিয়া

৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল আউট নিউজ়িল্যান্ড। ৭ উইকেট শামির। ৭০ রানে ম্যাচ জিতে ফাইনালে ভারত।