হায়দরাবাদ: প্রথম টেস্টের (IND vs ENG 1st Test) চতুর্থ দিনের শুরুতেই ইংল্যান্ডকে অল্প রানের মধ্যে অল আউট করে ছোট লক্ষ্য তাড়া করার পরিকল্পনায় ছিল ভারত। তবে তা হল আর কই। অলি পোপের (Ollie Pope) দুরন্ত ইনিংসে ভর চার উইকেটের বিনিময়ে চতুর্থ দিনের প্রথম সেশনে ১০৪ রান তোলে ইংল্যান্ড। ভারত কোনও রান না যোগ করেই নিজেদের শেষ তিন উইকেট হারিয়েছিল। ইংল্যান্ডের নিজেদের ইনিংসের শেষ তিন উইকেট হারাল মাত্র এক রানে। ৪১৯/৭ থেকে ৪২০ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 


ইংল্যান্ডের হয়ে দিনের শুরুটা করেন ১৫০ রানের দোরগোড়ায় থাকা অলি পোপ এবং ছন্দে দেখানো রেহান আমেদ। তবে রেহান বেশিদূর এগোতে পারেননি। বুমরা রেহানকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন ভারতকে। ৩৩৯ রানে ইংল্যান্ড সপ্তম উইকেট হারানোর পর ৪০০-র মধ্যে পোপদের বেঁধে রাখার পরিকল্পনায় ছিল ভারত। একদিকে স্বপ্নের ফর্মে থাকা পোপকে যোগ্য সঙ্গ দেন এই ম্যাচেই অভিষেক ঘটানো অলি পোপ। দাপুটে মেজাজে হু হু করে ইংল্যান্ডের রান এগিয়ে নিয়ে যান দুইজনে। 


সাত উইকেটেই চারশো রানের গণ্ডিও পার করে ফেলে ইংল্যান্ড। অবশেষে আর অশ্বিন এক দুরন্ত ক্যারাম বলে অষ্টম সাফল্য এনে দন ভারতকে। ৩৪ রানে আউট হন হার্টলি, ভাঙে ৮০ রানের পার্টনারশিপ। পরপর পরের দুই ওভারে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ৪২০ রানেই শেষ হয় ইনিংস।  


মাত্র চার রানের জন্য অনবদ্য। দ্বিশতরান হাতছাড়া করলেন পোপ। ১৯৬ করেন তিনি। পোপের দাপটে ইংল্যান্ড দারুণভাবে আবার ম্যাচে ফিরে এসেছে। ফলে ভারতের সামনে একটা চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েইছে। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ২৩১ রান। চতুর্থ-পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে ভারতের ২৩১ রান করাটা একেবারেই সহজ হবে না। টিম ইন্ডিয়ার হয়ে যশপ্রীত বুমরা সর্বাধিক চার উইকেট নেন। তিন উইকেট আসে তারকা স্পিনার আর অশ্বিনের দখলে। এছাড়া মহম্মদ সিরাজ দুই ও অক্ষর পটেল একটি উইকেট নিয়েছেন। এবার ভারতীয় ব্যাটারদের পারফর্ম করার পালা।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ভিয়ারিয়ালের বিরুদ্ধে হারের পরই বড় সিদ্ধান্ত, বার্সেলোনা কোচের পদ ছাড়ছেন জাভি