রাওয়ালপিণ্ডি: ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। পাকিস্তান ক্রিকেট (PAK vs BAN) দলকে তুলোধনা করলেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের কৃতিত্বকেও কেড়ে নিতে নারাজ।
তিনি, শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। পাকিস্তান ক্রিকেটের 'পোস্টার বয়'। রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন নিজের দেশের ক্রিকেট দলের বিরুদ্ধেই।
আফ্রিদি লিখেছেন, '১০ উইকেটে হার এই ধরনের পিচ প্রস্তুত করা নিয়েই গুরুতর প্রশ্ন তুলে দিল। সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল চারজন ফাস্টবোলার খেলানোর সিদ্ধান্ত ও একজন বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্তও। আমার কাছে এটা স্পষ্টভাবে ঘরের মাঠের পরিবেশ পরিস্থিতি বোঝার ব্যর্থতা। তবে গোটা টেস্টে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, তা থেকে কোনও কৃতিত্ব কেড়ে নেওয়া যায় না।'
রাওয়ালপিণ্ডি টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। সিরিজে ০-১ পিছিয়ে পড়েছেন শান মাসুদ, বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। প্রথম ইনিংসে ৪৪৮/৬ তুলে ডিক্লেয়ার দেওয়ার পরেও ম্যাচ হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তানের ইনিংস। মাত্র ৬.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলে ম্যাচ জিতেছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে দুরন্ত ১৯১ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্য়াটার মুশফিকুর রহিম। বাংলাদেশ বন্যায় বিপর্যস্ত। ম্য়াচ জেতানো ইনিংস খেলার পর তাই ম্য়ান অফ দ্য ম্য়াচের পুরস্কারমূল্য দেশের বন্যা কবলিত মানুষদের জন্য উৎসর্গ করেছেন মুশফিকুর। জিতে নিয়েছেন সকলের মন।