রাওয়ালপিণ্ডি: প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর কেঁপে গিয়েছিল পাকিস্তানের (PAK vs BAN) ক্রিকেট মহল। দ্বিতীয় টেস্ট যেন যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছিল শান মাসুদদের কাছে। যে ম্যাচে হারলে ঐতিহাসিক লজ্জার মুখে পড়বে পাকিস্তান। মান বাঁচাতে দলের সেরা পেস অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) বাদ দিয়ে দিতেও দুবার ভাবেনি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।


তবু কি শেষরক্ষা হবে? রাওয়ালপিণ্ডিতে দ্বিতীয় টেস্টেও পরাজয়ের অশনি সংকেত পাকিস্তান শিবিরে। ২ সেপ্টেম্বর সোমবার, ম্যাচের চতুর্থ দিন বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ বন্ধ করে দিতে হল। মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ম্যাচের শেষ দিন কি হার বাঁচাতে পারবে পাকিস্তান? 


সোমবার পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ম্যাচ ও সিরিজ জেতার ব্যাপারে ফেভারিট বাংলাদেশ। শেষ দিন ম্যাচ জিততে আর ১৪৩ রান তুলতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ১০ উইকেট। 


দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিংকে ভাঙলেন বাংলাদেশের দুই ক্রিকেটার - হাসান মাহমুদ (Hasan Mahmud) ও নাহিদ রানা (Nahid Rana)। দুজনে মিলে নিলেন ৯ উইকেট। এই ম্যাচ জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ পকেটে ঢোকাবে বাংলাদেশ।


তৃতীয় দিন শেষ বেলায় ২ উইকেট তুলে নিয়েছিলেন মাহমুদ। চতুর্থ দিন আরও তিন উইকেট নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এই প্রথম ইনিংসে ৫টি উইকেট নিলেন মাহমুদ। সব মিলিয়ে কেরিয়ারের তৃতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৩ রান খরচ করে ৫ উইকেট নিলেন মাহমুদ।


অন্যদিকে রানাও টেস্ট কেরিয়ারের সেরা বোলিংটা করলেন। ৪৪ রানে ৪ উইকেট নিলেন তিনি। একটি উইকেট তাস্কিন আমেদের। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে শেষ হয়ে গেল পাকিস্তান। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার টেস্টে প্রতিপক্ষের কোনও ইনিংসের ১০ উইকেটের ১০টিই নিলেন পেসাররা। বাংলাদেশের সামনে ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসে লক্ষ্য ছিল ১৮৫ রানের। কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলে ফেলেছে বাংলাদেশ।


রান তাড়া করতে নেমে ২৩ বলে অপরাজিত ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন জাকির হাসান। ২টি করে চার ও ছক্কা মেরেছেন। মাত্র ৭ ওভারে ৪২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। ৯ রানে ক্রিজে রয়েছেন শাদমান ইসলাম। বৃষ্টি ও মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করে দিতে হয়। শেষ দিন আর ১৪৩ রান করলেই বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।


আরও পড়ুন: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা