নয়াদিল্লি: দুই দলই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। তবে শেষটা বেশ ভালভাবেই করল শ্রীলঙ্কা ও পাকিস্তান। নেদারল্যান্ডসকে (SL vs NED) ৭৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করল লঙ্কান বাহিনী। অপরদিকে, নিয়মরক্ষার ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে জয় পেল পাকিস্তান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (PAK vs IRE) বল হাতে তিন উইকেট ও শেষের দিকে ব্যাটে নেমে ধুঁয়াধার ১৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)।


শ্রীলঙ্কা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। সম্মানরক্ষার ম্যাচে ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে তাদের শুরুটাও ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। কামিন্দু মেন্ডিস ১০০-র কম স্ট্রাইক রেটে ১৭ রান করেন। তবে লঙ্কানদের হয়ে তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা ৪৫ রান যোগ করে ইনিংসকে স্থিরতা প্রদান করেন। ইনিংসের শেষের দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ৩০ ও চরিথ আসালঙ্কা ৪৬ রানের ইনিংস খেলে লঙ্কান দলকে দু'শো রানের গণ্ডি পার করান। হাসারাঙ্গাও ২০ রানের ইনিংস খেলেন। জবাবে ডাচদের হয়ে ওপেনার মাইকেল লেভিট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস বাদে আর কেউ তেমন রানই পাননি। উভয়েই ৩১ রানের ইনিংস খেলেন। দ্বীপরাষ্ট্রের হয়ে নুয়ান থুসারা তিন উইকেট নিয়ে সফলতম বোলার।


অপরদিকে, আইরিশদের বিরুদ্ধে পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে দলের নায়ক হয়ে উঠেন শাহিন আফ্রিদি। লো স্কোরিং ম্যাচে ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করেন শাহিন। আইরিশ টপ অর্ডারকে নাস্তানাবুদ করেন দুই বাঁ-হাতি পাক ফাস্ট বোলার মহম্মদ আমির ও শাহিন। পল স্টার্লিং, বালবার্নিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। শুরুর দিকে যেখানে ফাস্ট বোলারদের দাপট দেখা যায়, সেখানে আইরিশ মিডল অর্ডারকে পর্যুদস্ত করেন ইমাদ ওয়াসিম। তিন উইকেট নেন পাক স্পিনার। আয়ার্ল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলেনি সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। জশুয়া লিটল গুরুত্বপূর্ণ ২২ রানের অবদান রাখেন।     


জবাবে পাকিস্তানের হয়ে দুই ওপেনার ২৩ রান যোগ করেন। এদিন অবশ্য মহম্মদ রিজ়ওয়ানের সঙ্গে ওপেন করার সুযোগ দেওয়া হয় সাঈম আয়ুবকে। তাঁর সংগ্রহ ১৭ রান। রিজ়ওয়ানও ১৭ রানের ইনিংস খেলেন। অল্প রান তাড়া করত নেমে দলের মিডল অর্ডারের ব্যর্থতায় উদ্বেগ বাড়ে পাকিস্তানের। তবে তিনে নামা বাবর আজম এতদিক আগলে রেখেছিলেন। তিনি দারুণ পরিপক্কতা দেখিয়ে শেষ অবধি ক্রিজে টিকে থাকেন। ৩২ রান আসে তাঁর ব্যাট থেকে। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ অবধি লড়াইয়ে টিকে থাকার চেষ্টায় ছিল আয়ার্ল্যান্ড। শাহিন সেই আশায় জল ঢেলে দেন। নয় নম্বরে ব্যাটে নেমে যে পিচে সকলে রান করতে বিরাট বিপাকে পড়ছিলেন, সেখানে শাহিন পাঁচ বলে ১৩ রানের ইনিংসে দলকে জয়ের গণ্ডি পার করান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: