নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup 2023) মাঝপথেই বিতর্কের মাঝে নিজের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে ইনজামামের ছেড়ে যাওয়ার জায়গায় তৌসিফ আমেদকে (Tauseef Ahmed) নিয়োগ করা হল। অবশ্য পাকাপাকিভাবে নয়, প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার অস্থায়ীভাবে আপাতত বাবরদের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন।
৬৫ বছর বয়সি তৌসিফ ১৯৮০ থেকে ১৯৯৩-র মাঝে পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট এবং ৭০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ডান হাতি অফস্পিনার ছিলেন তিনি। তৌসিফের প্রথম দায়িত্ব হবে বিশ্বকাপের পরপরই ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা পাকিস্তান অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য পাকিস্তানের দল বাছাই করা। পার্থে দুই দেশের প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হবে। মেলবোর্ন এবং সিডনিতে খেলা হবে বাকি দুই টেস্ট।
তবে তার আগে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মহারণ। পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর ক্ষীণ আশা কিন্তু এখনও রয়েছে। তবে তার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে তাঁদের। সেই ম্যাচের আগে ক্রিকেটের নন্দন কাননে জোর কদমে প্রস্তুতি সারলেন শাহিন শাহ আফ্রিদিরা।
অফস্টাম্পের ওপর বসানো জলের একটি বোতল। বোলিং কোচ দলের পেসারদের ডেকে বলে দিলেন, এমনভাবে বল করো, যাতে ওই বোতলেই আছড়ে পড়ে বল। টানা বল করে যাও করিডর অফ আনসার্টেনটি-তে।
অনিশ্চয়তার করিডর। ক্রিকেটের বিখ্যাত টার্ম। যার অর্থ, অফস্টাম্পের ওপর এমন একটা জায়গায় বোলিং করো, যাতে ব্যাটসম্যান ধন্দে পড়ে যাবে, কীভাবে খেলা উচিত। সামনের পায়ে। নাকি ব্যাকফুটে। আর সেই দ্বিধার সুযোগ নিয়ে বোলার আক্রমণ শানাবে। ব্যাটসম্যান আচমকা উবলব্ধি করবে যে, হয় বল তার স্টাম্প ভেঙে দিয়েছে। অথবা ব্যাটের কানায় লেগে বল জমা পড়েছে উইকেটকিপার বা স্লিপ কর্ডনের হাতে। একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ঘণ্টার পর ঘণ্টা করিডর অফ আনসার্টেনটি-তে বল করে যেতে পারতেন।
শুরুতেই যে বোলিং ড্রিলের কথা লেখা হল, তা বুধবার দেখা গেল ইডেন গার্ডেন্সে। নির্দেশ দিলেন মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এখন পাকিস্তানের (Pakistan Cricket Team) বোলিং কোচ। আর তাঁর নির্দেশ মেনে টানা অফস্টাম্প লাইনে বোলিং করে গেলেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিমরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান, শপিং মলে দেখা গেল বাবরদের