নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup 2023) চলাকালীনই চোট পেয়েছিলেন নাসিম শাহ (Naseem Shah)। ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। একাধিক রিপোর্ট অনুযায়ী মাস খানেক পরে শুরু হতে চলা বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে নাসিম ফিট হতে পারবেন না।


এশিয়া কাপে ডান কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। প্রাথমিকভাবে আশা করা হচ্ছিল তিনি এশিয়া কাপে না খেললেও, বিশ্বকাপের আগেই চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তাঁর কাঁধে স্ক্যান করার পর যে রিপোর্ট পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী প্রাথমিকভাবে যতটা মনে করা হচ্ছিল, চোট তার থেকে অনেকটাই গুরুতর। পাকিস্তান বোর্ডের তরফে এই বিষয়ে যদিও এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তারা আরও এক বিশেষজ্ঞের থেকে এই বিষয়ে পরামর্শ নিতে আগ্রহী। তবে মনে করা হচ্ছে বিশ্বকাপ তো বটেই বছরের বাকি সময়টাও তিনি আর মাঠে নামতে পারবেন না।


ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তান দলের অংশ ছিলেন নাসিম। তবে পাকিস্তানের বোলিং ইনিংসের  ৪৬তম ওভারেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর মাঠে ফেরেননি তিনি। এমনকী দলের হয়ে ব্যাটও করতে নামেননি ২০ বছর বয়সি পাক তারকা। শোনা যাচ্ছে তাঁর ডান কাঁধের পেশিতে চোট পেয়েছেন নাসিম। নাসিম বিশ্বকাপের আগে ফিট হতে না পারলে, পাকিস্তানের জন্য কিন্তু তা বড় ধাক্কা হতে চলেছে। 


নাসমি, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফের ফাস্ট বোলারত্রয়ী পাকিস্তান দলের অন্যতম বড় শক্তি। সেখানে নাসিম না থাকলে পাক বোলিং আক্রমণ যে খানিকটা দুর্বল হয়ে পড়বে, তা বলাই বাহুল্য। নাসিমের বদলে জামান খান এশিয়া কাপের দলে সুযোগ পান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেনও তিনি। নাসিম যদি একান্তই বিশ্বকাপের আগে ফিট হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে দলে কে সুযোগ পাবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত।


৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ। পাকিস্তান ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তবে তার আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবেন বাবর আজমরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালের আগে বিরাট ধাক্কা শ্রীলঙ্কার, ছিটকে গেলেন সেরা স্পিনার