কলম্বো: এশিয়া কাপের অভিযান শেষ হয়ে গিয়েছিল আগেই। ফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু গতকাল তবুও নিয়মরক্ষার ম্যাচে জয় ছিনিয়ে নিতে চেয়েছিল বাংলাদেশ শিবির। আর ঠিক তেমনই হল। শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে শাকিব আল হাসানের দল। ৬ রানে জিতে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্য়াচ থেকে আত্মবিশ্বাস নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশ শিবির। আর আগামী বিশ্বকাপেও সেই আত্মবিশ্বাস অনেকটাই এগিয় রাখবে বাংলাদেশকে, এমনটাই মনে করছেন দলের কোচ চান্দিকা হাথরুসিঙ্ঘ। তিনি বলছেন, ''ভারতের বিরুদ্ধে জয় পাওয়াটা বিশাল ব্যাপার। আসন্ন বিশ্বকাপের আগে যা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা গোটা টুর্নামেন্টে বিভিন্নরকম পরিবেশে খেলেছি। কোনও অজুহাত দিতে চাই না। কিন্তু লাহোর, কলম্বো, ক্যান্ডি নানা জায়গায় খেলতে হয়েছে। কিছু সমস্যার মধ্যেও পড়তে হয়েছে। তবে দল হিসেবে খেলেছি। প্লেয়ারদের প্রতিভা ও তাঁদের পারফর্ম করার অদম্য ইচ্ছে আমাকে আরও বেশি করে নজর কেড়েছে।''


উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দেওয়া প্রাথমিক ধাক্কা সামলে শেষমেশ লড়াকু স্কোর খাড়া করেছিল বাংলাদেশ। (IND Vs BAN) নির্ধারিত ৫০ ওভারের শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছিল তারা। নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিরুদ্ধে দলের কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন শাকিব আল হাসান (Shakib al Hasan)। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে এটি শাকিবের ৬৪ তম অর্ধশতরান। আর ভারতের বিরুদ্ধে ওডিআই মঞ্চে নবম হাফ সেঞ্চুরি শাকিবের। 


অভিজ্ঞ শাকিবের ৮০ ও তৌহিদ হৃদয়ের (৫৪) জোড়া অর্ধসেঞ্চুরি ভর করে লড়াই করার মতো রসদ জোগাড় করে বাংলাদেশ। শাকিব ও তৌহিদ বাংলাদেশের পঞ্চম ইনিংসে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। যার আগে একসময় মাত্র ৫৯ রানে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে ঘুরিয়ে দাঁড় করান শাকিব-তৌহিদ। শেষপর্বে নাসুম আহমেদের (৪৪) ঝোড়ো ইনিংসে ২৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ।


বাংলাদেশের ২৬৫ রানের জবাবে শেষপর্যন্ত ২৫৯ রানে থামল ভারতের ইনিংস। প্রসঙ্গত, ১১ বছর আগে শেষবার এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বিফলে গিয়েছিল সচিন তেন্ডুলকারের শতরান।


শুরুতেই রোহিত শর্মা (০) ও ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করতে নামা তিলক বার্মাকে (৫) সাজঘরে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন তানজিম হাসান শাকিব (২/৩২)।  কেএল রাহুল (১৯), ইশান কিষাণ (৫) বা সূর্যকুমার যাদব (২৬), রবীন্দ্র জাদেজা (৭) কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে রানের খাতা ভরাতে পারেননি। বাংলাদেশের বোলারদের মাপা বোলিংয়ের বিরুদ্ধে কার্যত একা লড়াই করতে থাকেন শুভমন।


১৩৩ বলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা ভারতীয় ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষপর্বে ৩৪ বলে ৩ টি চার ও ২ টি দুরন্ত ছক্কার সুবাদে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। যদিও শেষ ওভারের আগের ওভারে মুস্তাফিজুর রহমান তাঁকে ফেরানোর পর কার্যত ভারতের আশা শেষ হয়ে যায়। ইনিংসের শেষ ওভারে তানজিম শাকিবের দুরন্ত বোলিংয়ের সুবাদে ২৫৯ রানে আটকে যায় ভারতের ইনিংস।