করাচি: পাকিস্তানের মাটিতে নয়। এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখা যাবে বাবর আজমকে। ফর্মের ধারেকাছে এই মুহূর্তে নেই প্রাক্তন পাক অধিনায়ক। দেশের জার্সিতে টি-টোয়েন্টি দল থেকেও সম্প্রতি বাদ পড়েছেন। তবে এবার অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে কতটা সাফল্য পান তা দেখার। আসলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে দেখা যাবে বাবর আজমকে। সিডনি সিক্সার্স তাঁর সঙ্গে চুক্তি সেরেছে শুক্রবার।
সিডনি সিক্সার্সের সোশ্য়াল মিডিয়া পোস্টে বাবরের পাঠানো বার্তায় তিনি জানিয়েছেন, ''আমি সিডনি সিক্সার্সের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত ও উত্তেজিত। আগামী মরশুমে খেলতে চাই এই দলের হয়ে। এটা সত্যিই আমার কাছে বড় সুযোগ বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। এত সুন্দর একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ।''
বাবর আরও বলেন, ''আমি দ্রুত দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমার অন্য়তম পছন্দের ক্রিকেটার স্টিভ স্মিথ ও বিশ্বসেরা বোলার জশ হ্যাজেলউডের সঙ্গে এক ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পাব আমি। সেখানকার সমর্থকদের পছন্দের ক্রিকেটার হয়ে উঠতে চাই। সেই অভিজ্ঞতাই পাকিস্তানে নিজের পরিবার ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে চাই।''
বাবর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১২৮ ম্য়াচে ৪২২৩ রান করেছেন এখনও পর্যন্ত। এই ফর্ম্য়াটে তাঁর দেশের জার্সিতে তিনটি শতরানও রয়েছে। আইপিএলে কখনও খেলেননি। বিগ ব্যাশে কি পারফর্ম করতে পারবেন?
ফ্র্যাঞ্চাইজির তরফে দেওয়া বার্তায় জানানো হয়েছে, ''আমি বাবরকে দলে পেয়ে খুব খুশি। যে স্কিল, অভিজ্ঞতা ও দলের মধ্য়ে ছড়িয়ে দেবে, তা এক কথায় অসাধারণ। তরুণ প্লেয়ারদের জন্য়ও এটা বিশাল একটা প্রাপ্তি হতে চলেছে। ও একজন বিশ্বমানের ব্য়াটার। এমনকী অধিনায়ক হিসেবেও ওঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। এই বছরের শেষে বাবরকে পাওয়ার জন্য ও সাদরে আমন্ত্রণ জানানোর জন্য আমরা মুখিয়ে আছি। আশা করি সিডনি সিক্সার্সের জার্সিতে বাবরকে সমর্থকরাও গ্রহণ করে নেবেন।''