মেলবোর্ন: চূড়ান্ত বেইজ্জতি । ক্রিকেট মাঠে কোনও নামী খেলোয়াড়ের সঙ্গে এমন ঘটনা ঘটবে, ভাবাই দায় !
অস্ট্রেলিয়ার পিচে ফাস্টবোলাররা বাড়তি সাহায্য পান। তবে ব্যাটসম্যানরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলে সহজেই বড় বড় ছক্কা হাঁকাতে পারেন । অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ম্যাচে বড় রান ওঠে । যদিও পাকিস্তানের বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান তা করে দেখাতে পারছেন না । বিগ ব্যাশ লিগে (Big Bash League) মুখ পুড়ল পাকিস্তানের । মেলবোর্ন রেনেগেডসের হয়ে রিজওয়ান এত মন্থর গতিতে ব্যাটিং করলেন যে, দলের অধিনায়ককে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করতে হয় ।
বিগ ব্যাশ লিগের ৩৩তম ম্যাচটি আজ, সোমবার সিডনিতে সিডনি থান্ডার এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যে খেলা হয় । এই ম্যাচে মেলবোর্ন দল প্রথমে ব্যাট করতে নামে । মহম্মদ রিজওয়ান যখন চার নম্বরে ব্যাটিং করতে নামেন, তখন দলের স্কোর ছিল ৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান । মেলবোর্ন রেনেগেডস ৯-এর বেশি রান রেটে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ।
রিজওয়ানের মন্থর ব্যাটিং ঘিরে ঝড়
মহম্মদ রিজওয়ান এত মন্থর ব্যাটিং করছিলেন যে, পরের ৬ ওভারে মেলবোর্ন দল মাত্র ৪২ রান যোগ করতে পারে । রিজওয়ান ২৩ বলে ২৬ রান করেন এবং পুরো ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ১০০-এর কাছাকাছি ছিল । ২৩ বল খেলার পরেও রিজওয়ান বল এবং ব্যাটের সংযোগ করতে পারছিলেন না ।
প্রথম ১০ ওভারের পরিস্থিতি দেখে মেলবোর্ন দল প্রায় ২০০ রানের স্কোর করার স্বপ্ন দেখছিল । তবে রিজওয়ানের ইনিংস রান রেটকে পিছিয়ে দেয় । ফলস্বরূপ, টিম ম্যানেজমেন্ট ১৮তম ওভারের পরে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে মাঠের বাইরে ডেকে নেয় ।
বি বি এল-এ রিজওয়ান ‘সুপার ফ্লপ’
মহম্মদ রিজওয়ান বি বি এল-এ মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন । রিজওয়ান টুর্নামেন্টে খেলা ৮ ইনিংসে এখনও পর্যন্ত মাত্র ১৬৭ রান করতে পেরেছেন । একটিও হাৎফসেঞ্চুরি করতে পারেননি এবং তাঁর গড় মাত্র ২০.৮৭ । সোমবারের ম্যাচে সিডনি থান্ডার ডি এল এস পদ্ধতিতে ৪ উইকেটে মেলবোর্ন রেনেগেডসকে পরাজিত করে ।