লাহোর: কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করলেন পাকিস্তানের স্পিনার নোমান আলি (Noman Ali)। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) থেকে ২৯ পয়েন্ট পিছিয়ে রয়েছেন মাত্র। ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার (Pakistan vs South Africa) বিরুদ্ধে ৯৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। পাক দলের এই জয়ে বড় ভূমিকা নিয়েছেন নোমান আলি। 

Continues below advertisement

বাঁহাতি এই পাক স্পিনার এই মুহূর্তে ৮৫৩ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন। তিনি চারধাপ এগিয়ে এই ২ নম্বরে উঠে এসেছেন। বুমরা ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ম্যাট হেনরি, চার নম্বরে রয়েছেন প্যাট কামিন্স ও পাঁচ নম্বরে আছেন কাগিসো রাবাডা। প্রথম দশে ভারতীয় বোলারদের মধ্য়ে আর কোনও বোলার নেই তালিকায়। মহম্মদ সিরাজ ১২নম্বর স্থানে রয়েছেন। ৭২৬ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন তিনি। ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। ইংল্যান্ড সফরে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে সুযোগ পাননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ২ ম্য়াচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কুলদীপ।

টেস্টে অলরাউন্ডারদের তালিকায় অবশ্য় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা। দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের মেহদি হাসান মিরাজ। প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। ১২ নম্বরে আছেন তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

Continues below advertisement

এদিকে, অ্যাডিলেডে অনুশীলনে দেখা গেল কুলদীপ যাদবকে। পারথে খেলানো হয়নি চায়নাম্য়ানকে। প্রথম ম্য়াচে হারের পর সবচেয়ে বেশি আলোচনা যা নিয়ে হয়েছিল, তা হল কুলদীপ যাদবের দলে না থাকা। রবিচন্দ্রন অশ্বিনের মত প্রাক্তন ক্রিকেটার কুলদীপকে না খেলানো নিয়ে টিম ম্য়ানেজমেন্টের দিকে আঙুল তুলেছিলেন। পারথের মত বড় মাঠে কুলদীপকে না খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল বলেই আওয়াজ তুলেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে পেস বোলিং ডিপার্টমেন্টের কঠিন পরীক্ষা। বুমরা না খেলায় মহম্মদ সিরাজের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। মর্নি মর্কেলের সঙ্গে অ্য়াডিলেডে সিরাজঅর্শদীপের দীর্ঘ ক্লাস চলল। ওয়ান ডে ফর্ম্য়াটে পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে প্রথমবার ২২ গজে নেমেছিলেন শুভমন গিল। ব্যাট হাতেও সাফল্য পাননি পারথে। ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবেন ডানহাতি ব্যাটার। টেস্টে অধিনায়ক হিসেবে ছাপ রেখেছেন। এবার ওয়ান ডে ফর্ম্য়াটে কতটা প্রভাব ফেলতে পারেন তা দেখার।