করাচি: নিজের পছন্দের সেরা টি-টােয়েন্টি একাদশে বিরাট কোহলি (Virat Kohli) ও জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) রাখলেনই না বাবর আজম (Babar Azam)। গত বছরই ভারত রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আর সেই জয়ে মুখ্য ভূমিকা ছিল দুই তারকা ক্রিকেটারেরই। বিরাট টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও বুমরা ও এখনও জাতীয় দলের অঙ্গ এই ফর্ম্য়াটে। তবে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম মনে করেন যে এই দুজনে বিশ্বসেরা টি-টোয়েন্টি দলে থাকার যোগ্যই নয়। তবে দুজন ভারতীয় ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছেন বাবর।
বাবরের বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। রোহিতের নেতৃত্বেই গত মরশুমে কুড়ির ফর্ম্য়াটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর সূর্যকুমার বর্তমানে এই ফর্ম্য়াটে ভারত অধিনায়ক। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারীও। বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। রোহিতের থেকে মাত্র ৮ রান পিছিয়ে রয়েছেন তিনি। রোহিতের এই ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। বাবরের সেখানে তিনটি সেঞ্চুরি রয়েছে।
অন্য়দিকে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে পড়েন। চার নম্বরে নেমে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পছন্দ করেন। মাঠের সবদিকেই দক্ষতা রয়েছে শট খেলার। বাবরের পছন্দের একাদশে ওপেনিং স্লটে রোহিত ও রিজওয়ানকে রেখেছেন তিনি। তিনে ফখর জামান রয়েছেন। চার নম্বর পজিশনে সূর্যকুমার। পাঁচ ও ছয় নম্বরে জস বাটলার ও ডেভিড মিলার রয়েছেন। সাত নম্বর পজিশনে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়েনসেন। একমাত্র রিস্ট স্পিনার রশিদ খান আট নম্বরে। পেস অ্য়াটাকে বাবর রেখেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্কের সঙ্গে ইংল্যান্ডের মার্ক উডকে।
ভারত-পাক সাম্প্রতিক পরিস্থিতি এতটাই জটিল যে আইসিসি ইভেন্টেও এবার দুটো দেশের এক গ্রুপে থাকা হয়ত হবে না আর। ভারত-পাকিস্তান ২২ গজের ডুয়েল আবার কবে দেখা যাবে তার নিশ্চয়তা নেই। এমনিতেই প্রায় এক দশকের ওপরে দু দলের আর দ্বিপাক্ষিক কোনও সিরিজ হয় না। শুধুমাত্র আইসিসি ইভেন্টে অথবা এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। এবার পহেলগাঁও জঙ্গি হানার পর সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। দু দেশের মধ্য়ে যুদ্ধকালিন পরিস্থিতি তৈরি হয়েছে।