নয়াদিল্লি: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মেগাদ্বৈরথ। অজ়িভূমে ফের একবার বিশ্বের সেরা দুই দল (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হচ্ছে বছরশেষে। সেই সিরিজ় শুরু হতে এখনও মাসখানেকের মতো থেকে বাকি রয়েছে। তবে এখন থেকে শুরু হয়ে গিয়েছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা। ঠিক যেমন প্যাট কামিন্স (Pat Cummins) হারানো জমি পুনরুদ্ধারের হুঁশিয়ারি দিলেন।
বিগত দুই লাল বলের সিরিজ়েই অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারত। মোট চার সিরিজ়ে জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়াই। তবে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স বলেন, 'ভারতের বিরুদ্ধে বিগত কয়েকটি টেস্ট সিরিজ়ে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের খেলা নিয়ে আমরা গর্ব করি। অস্ট্রেলিয়ার মাটিতে খেললে আমাদের প্রত্যাশা একটু বেশিই থাকে। গত সিরিজ়গুলি খুটিয়ে দেখলে বোঝা যাবে যে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছে। গাব্বায় শেষ সেশন অবধি লড়াই চলেছিল। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। ওই সিরিজে খেলা কিন্তু অনেকেই এখনও দলে রয়েছে। আমরা এখানে সেই হতাশার দূর করতে চাই, নিজেদের ভুলগুলি সংশোধন করে নিতে চাই।'
এই সিরিজ়ে দুই দলের হয়েই একাধিক মহাতারকারা মাঠে নামবেন। টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু কামিন্সের মতে ঋষভ পন্থই (Rishabh Pant) 'এক্স-ফ্যাক্টার' হয়ে উঠতে পারেন। 'গত অস্ট্রেলিয়া সফরে ঋষভ দারুণ খেলেছিল। মিডল অর্ডারে ও বরাবরাই যে কোনও দলের এক্স-ফ্যাক্টার। ও যে ঠিক কী করবে, তা আগে থেকে কেউই বলতে পারবেন না। প্রতিপক্ষ হিসাবেও এই বিষয়টা কিন্তু বেশ উপভোগ্য। আর উইকেটের পিছনে তো সবসময়ই ওর কিছু না কিছু বলার থাকে। ওর কথাবার্তা শুনে আমার এত হাসি পায়! বেশ মজাদার মানুষ ও' বলেন অজ়ি অধিনায়ক।
প্যাট কামিন্স ভারতের দুই তরুণ টপ অর্ডার ব্যাটার শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালেরও প্রশংসায় করেন। দুই তরুণই বেশ কিছু রান করেছেন। তবে যেহেতু সিরিজ় শুরু হতে এখনও খানিক বাকি, তাই এখনও পরিকল্পনা তৈরি শুরু করেননি তাঁরা, এমনটাই জানাচ্ছেন কামিন্স। টিম ইন্ডিয়া অজ়িভূমে সিরিজ় জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আচরণ নিয়ে ক্ষোভ, ফর্ম, ফিটনেস নিয়েও সংশয়, শাস্তি দিতে পৃথ্বী শ-কে রঞ্জির দল থেকে ছাঁটল মুম্বই!