নয়াদিল্লি: অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) এবং বিতর্ক যেন সমার্থক। অতীতে বারংবার নিজের না না মন্তব্য এবং অভিযোগের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন পায়েল। ফের একবার তিনি নিজের এক মন্তব্যের জেরে চর্চার কেন্দ্রবিন্দুতে। পায়েলের দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) সঙ্গে তাঁর সম্পর্ক। এখানেই শেষ নয়, সেই সময় আরেক ভারতীয় প্রাক্তনী গৌতম গম্ভীর (Gautam Gambhir) নাকি তাঁকে ফোন করতেন।


সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে পায়েল দাবি করেন তাঁর সঙ্গে ইরফানের সম্পর্ক থাকাকালীনই গৌতম গম্ভীর তাঁকে বারংবার ফোন করতেন। ইরফান তাঁর ফোন দেখায় এই বিষয়ে তিনিও অবগত ছিলেন। শুধু তাই নন, ইরফান পাঠান গোটা ঘটনার বিষয়ে পাণ্ড্য ভাইদেরও জানিয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর। পায়েল লেখেন, 'গৌতম গম্ভীর নিয়মিতভাবে আমায় মিসড কল দিতেন। ইরফান এই বিষয়ে ভালভাবে জানতেন। ও আমার ফোনে নজর রাখত। এই কথাটা আমার সামনেই ও ইউসুফ ভাই (ইরফানের দাদা), হার্দিক এবং ক্রুণাল পাণ্ড্যকেও জানিয়েছিল। এটা সেইসময়ের ঘটনা যখন আমি ইরফানের সঙ্গে পুণেতে দেখা করতে গিয়েছিলাম। ওই সময় ঘরোয়া ক্রিকেটে বরোদার ম্যাচ খেলছিল ওরা।'




পায়েল নিজের সোশ্যাল মিডিয়াতেই দাবি করেন যে তিনি ও ইরফান ২০১১ সাল থেকে সম্পর্কে ছিলেন। ইরফানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং বহুদিন কাজ করতেও পারেননি বলে দাবি তাঁর। এই বিতর্কিত পোস্টটি পরবর্তীতে অবশ্য তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন। উক্ত বিষয়ে ইরফান বা গৌতম গম্ভীর, কেউই মুখ খোলেননি।


পায়েলর নাম কিন্তু সাম্প্রতিক অতীতেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়েছে। তিনি দিনকয়েক আগে মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য গোটা বিষয়টি মজার ছলেই বলেছিলেন বলে দাবি করেন তিনি। গৌতম গম্ভীরের পাশাপাশি অক্ষর কুমারও তাঁকে পছন্দ করতেন বলে সোশ্যাল মিডিয়াই দাবি করেছেন পায়েল। অতীতে তিনি বলিউড ডিরেক্টর অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। একাধিক দক্ষিণী ছবিতে অভিনয়ের পাশাপাশি বলিউডেও তিনি অভিনয় করেছেন। ছোট পর্দায়ও দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই চাঞ্চল্যকর দাবি কিন্তু ফের একবার তাঁকে খবরের শিরোনামে এনে দিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: নেতৃত্বে হরমনপ্রীত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই