নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বহুদিন ধরেই ভাল নয়। এর প্রভাব ক্রীড়ামহলেও পড়েছে। দুই পড়শি দেশ দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কেবল বড় টুর্নামেন্টগুলিতেই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যায়। তবে এবার সেই নিয়েও তৈরি হয়েছে জট। পাকিস্তানে এ বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) আসর বসার কথা ছিল। তবে ভারতীয় বোর্ড সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান জয় শাহ (Jay Shah) বহুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। এবার ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি এল পাক বোর্ডের তরফে।


বাহরিনে বৈঠক


গতকালই বাহরিনে ভারতীয় বোর্ড সচিব জয় শাহ, পাকিস্তান বোর্ড প্রধান নাজম শেঠির (Najam Sethi) পাশাপাশি এসিসির সমস্ত শীর্ষস্তরের নেতা এক বৈঠক সারেন। খবর অনুযায়ী সেই বৈঠকে পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আরেকটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে ভারতীয় দল যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে নাজম শেঠি হুঁশিয়ারি দিয়েছেন বছরের শেষ দিকে পাকিস্তানও এ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) বয়কট করবে।


যদিও নিশ্চিতভাবে এখনও কিছুই বলা যাচ্ছে না, তবে মার্চে এশিয়া ক্রিকেট কাউন্সিল ও আইসিসি উভয় সংগঠনেরই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই এই গোটা ঘটনাটির উপর থেকে ধোঁয়াশা কাটতে পারে বলে অনুমান করা হচ্ছে।


হৃষিতা-মীনাক্ষী সাক্ষাৎ


অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 Women's T20 World Cup) জয়ের পর ঘরে ফিরেছেন দুই বঙ্গকন্যা হৃষিতা বসু (Hrishita Basu) ও তিতাস সাধু। তাঁদের ঘরে ফেরার পর থেকেই বিশ্বজয়ীদের সংবর্ধনা জানানোর হিড়িক চোখে পড়ার মতো। এবার হৃষিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। 


রবিবার সকালে হাওড়ার বালটিকুরি বিবেকানন্দ পল্লীতে সদ্য অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য হৃষিতা বসুর বাড়িতে যান মীনাক্ষী। বিশ্বজয়ী ক্রিকেটারের বাবা মায়ের সঙ্গে দেখা তো করেনই, হৃষিতাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। মীনাক্ষী আশাবাদী আগামী দিনে হৃষিতা দেশের হয়ে আরও ভাল পারফর্ম করবেন এবং তার জন্য তাঁকে সেরা পরিবেশ গড়ে দিতেও বদ্ধপরিকর তিনি। মীনাক্ষী বলেন, 'এখন খ্যাতির শিখরে ঋষিতা আছে। ওকে খেলার ভালো পরিবেশ করে দিতে হবে যাতে ও নিজের সেরাটা দিতে পারে।'


আরও পড়ুন: ছন্দে থাকাকালীনই টেস্টে সুযোগ দাও, এবার সূর্যকুমারের হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়