নাগপুর: এশিয়া কাপের মাঝপথেই চোটের কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। চোট সারাতে হাঁটুর অস্ত্রোপ্রচার করাতেও বাধ্য হন ভারতীয় (Indian Cricket Team) তারকা অলরাউন্ডার। তারপর দীর্ঘ পাঁচ মাস মাঠের বাইরেই ছিলেন জাডেজা। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেই দীর্ঘ সময় পরে ফের একবার জাতীয় দলের হয়ে জাডেজাকে খেলতে দেখা যেতে পারে। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় তারকা।


মাঠের বাইরে পাঁচ মাস


তবে হাঁটুর অস্ত্রোপ্রচারের পর ফিট হয়ে তাঁর এই মাঠে ফেরার পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। তাঁর ফিরে আসার সেই কঠিন সফরের বিষয়ে কথা বলতে গিয়ে জাডেজা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) ট্রেনারদের ধন্যবাদ জানান। সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'প্রায় পাঁচ মাস পরে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারায় আমি উচ্ছ্বসিত। আমার উপর আবার ভরসা দেখিয়ে জাতীয় দলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। পাঁচ মাস ক্রিকেট খেলতে না পারাটা ভীষণই হতাশাজনক এবং বিরক্তিকরও বটে। আমি যত দ্রুত সম্ভব ফিট হয়ে ভারতের জার্সিতে মাঠে নামতে উদগ্রীব হয়ে ছিলাম।'


ছুটির দিনেও কাজ


তিনি আরও যোগ করেন, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও এবং ট্রেনাররা আমার জন্য ভীষণ খেটেছেন। রবিবার, ছুটির দিনে যখন অ্যাকাডেমি বন্ধ থাকত, তখনও ওঁরা কেবল আমার চিকিৎসার জন্যও আসত। চোটের পরের দুই মাস আমার জন্য খুব কষ্টকর ছিল, কারণ সেই সময় আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না। ওই কঠিন সময়ে আমার পরিবর-পরিজনরা আমার পাশে ছিলেন। অ্যাকাডেমির ট্রেনাররাও আমার আত্মবিশ্বাস বাড়াতে প্রচুর সাহায্য করেন।'   


জাতীয় দলে যোগ দেওয়ার আগে জাডেজা সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামেন। সেখানে তিনি সাত উইকেটও নেন। তবে দীর্ঘদিন পরে মাঠে নেমে খেলাটাও শুরুতে তাঁর কাছে খুবই কষ্টকর ছিলেন বলে সাফ জানান জাডেজা। তিনি বলেন, 'শুরুতে আমার একটু অবাকই লাগছিল, কারণ পাঁচ মাস আমি চড়া রোদে মাঠে নামিনি। আমি মূলত ইন্ডোরেই অনুশীলন সারছিলাম, তাই ম্যাচ খেলতে নেমে আমার চিন্তা হচ্ছিল যে আমার শরীর আদৌ এই ধকলটা নিতে পারবে কি না। প্রথম দিনটা ভীষণ ভীষণ কষ্টকর ছিল। আর চেন্নাইয়ের তাপের বিষয় তো নতুন করে কিছু বলার থাকে না। তারপর ধীরে ধীরে শরীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় এবং ভিতর থেকেও আমার নিজেকে ফিট মনে হয়।'


আরও পড়ুন: তারকা সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন ধোনি-গেল