মুম্বই: ঘরের মাঠ। চেনা সমর্থক। চেনা পরিবেশ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে চলতি বছরে দুর্দান্ত পারফর্ম করেছে মুম্বই। ছেলেদের দল আইপিএলের সর্বাধিক ৫ বারের খেতাব জয়ী দল। এবার মেয়েদের সামনেও সুযোগ প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার।
কী বলছেন হরমনপ্রীত কৌর?
গ্রুপ পর্বে ৫ ম্যাচ জিতেছিল মুম্বই। পয়েন্ট টেবিলে রান রেটের বিচারে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে উঠেছিল হরমনপ্রীত কৌরের দল। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জিতে ফাইনালে জায়গা পাকা করে নেয় মুম্বই। মেগ ল্যানিংয়ের ক্যাপ্টেন্সির প্রশংসায় পঞ্চমুখ হয়ে হরমনপ্রীত বলছেন, ''মেগ ল্য়ানিংয়ের জন্য অনেক সহজ ফাইনালে দলে সাজানো। প্রথম থেকেই আমরা দেখেছি যে দিল্লি কতটা গোছানো দল। আর সবচেয়ে বড় কথা হল, ল্য়ানিংয়ের থেকে শেখার বিষয় হল ওঁ কখনওই দলের অন্য় প্লেয়ারদের ওপর নির্ভর করে না। সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয় ল্য়ানিং।''
ফাইনালে নামার আগে দিল্লির ওপেনিং জুটিকে সমীহ করছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ''এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ওপেনিং জুটি দিল্লি ক্যাপিটালসের। আমাদের বিরুদ্ধে ও অন্য়ান্য দলের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছে মেগ-শেফালি জুটি। আমরা খুব ভাল করেই জানিয়ে যে ওঁরা সেট হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আমাদের প্রথমেই দিল্লির ওপেনিং জুটিকে ফেরাতে হবে।''
উল্লেখ্য, এবারই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের আসর বসেছে। পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউ পিওয়ারিয়র্স ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে মেগ ল্য়ানিং বলেন, ''ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে ওঁদের দলে। ওঁরা নিজেদের দিনে সেরা পারফর্মার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আত্মবিশ্বাসীও।'' তিনি আরও বলেন, ''লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের এত কিছুর ভাবার সময় নেই। ভেবেও লাভ নেই। গোটা টুর্নামেন্টেই আমরা দল হিসেবে দারুণ খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। ফাইনালটা সবাই উপভোগ করতে চাই। বাড়তি চাপ নিতে চাই না। মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই। এটাই বলব সবাই ক্রিকেটটা উপভোগ কর। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। যা সুযোগ আসবে, তা লুফে নিতে হবে।''