নাগপুর: ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপর থেকে টেস্টে আর সেঞ্চুরি (Century) নেই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trohpy) কি সেই অপেক্ষার প্রহর গোনা শেষ হবে? প্রাক্তন ভারত অধিনায়ক এখন শুধুমাত্র দলের একজন সিনিয়র ব্য়াটার। নেতৃত্বের চাপ নেই তাঁর কাঁধে। তাই অনেকটা হালকাভাবেই সিরিজে নামতে পারবেন বিরাট। আর তাই অজি শিবিরকেও সতর্ক করেছন মার্কাস স্টোইনিস।
কী বলছেন তারকা অলরাউন্ডার?
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটে একাদশের অন্য়তম তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস মনে করেন আসন্ন সিরিজে বড় রান পাবেন বিরাট। তিনি বলেন, "বিরাট সবসময়ই সেরার সেরাদের একজন। এই মুহূর্তে তাঁর কেরিয়ারের যেই পর্যায়ে রয়েছেন, তাতে আসন্ন সিরিজকে পাখির চোখ করতে চাইবে বিরাট। কারণ বড় প্লেয়াররা সবসময় বড় সিরিজকেই নিজের পারফর্ম করার মঞ্চ হিসেবে বেছে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমরা দেখেছি যে কীভাবে রানের জন্য ক্ষুধার্ত ছিলেন বিরাট। ওঁ এই বয়সে এসেও নিজেকে প্রমাণ করাতে চাই। আমার মনে হয় আসন্ন টেস্ট সিরিজে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন বিরাট।''
তিন রেকর্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে রেকর্ড এমনিতেই ভাল বিরাটের। এখনও পর্যন্ত ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে মোট ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি নতুন বছরেরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।
টেস্টে ৮১১৯ রান করা বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি চার টেস্ট ম্যাচে যদি অন্তত ৩৯১ রান করতে পারেন, তাহলেই তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে টেস্টে পঞ্চম সর্বোচ্চ ভারতীয় সংগ্রাহক হয়ে যাবেন। সহবাগ টেস্টে ভারতের হয়ে ৮৫০৩ রান করেছেন। এছাড়া কোহলি আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে।