নয়াদিল্লি: প্য়ারিস অলিম্পিক্সে পদকজয়ী ও অলিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্যরা, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয়ী মনু ভাকের ও ব্যাডমিন্টনে দুর্দান্ত পারফর্ম করা লক্ষ্য সেনও এসেছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। এবারের অলিম্পিক্সে ছয়টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। প্রত্যেকের সঙ্গে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসার পর ভারতীয় দলের প্লেয়ারদের সঙ্গেও নিজের বাসভবনে দেখা করেছিলেন নরেন্দ্র মোদি। 


এদিন ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''আমার প্রিয় দেশবাসীরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন তরুণ অ্যাথলিটরা যাঁরা প্যারিসে তেরঙা তুলে ধরেছেন। ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে সমস্ত অ্যাথলিটদের অভিনন্দন জানাতে চাই। কিছুদিনের মধ্যে প্যারিসে প্যারালিম্পিক্সে যোগ দিতে যাবেন দেশের প্যারা-অ্যাথলিটরা। তাঁদেরও শুভকামনা জানাই।''


 



প্যারিসে মোট ৬টি পদক জিতেছে ভারত।  অ্যাথলেটিক্সে রুপো জিতেছেন নীরজ চোপড়া। টোকিওতে যদিও সোনা জিতেছিলেন নীরজ। এছাড়াও হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। টোকিওতেও তাঁরা ব্রোঞ্জ জিতেছিল। শ্যুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে ও কুস্তিতে ব্রোঞ্জ এসেছে আমন শেহরাওযাতের হাত ধরে।


২০৩২ সালে অলিম্পিক্স আয়োজিত হওয়ার কথা ব্রিসবেনে। আর ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছ ভারতের সঙ্গে কাতার, সৌদি আরব ও তুরস্ক। এই বিষয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, ''আগামী ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা সেই স্বপ্ন দেখেছি। আমরা সেই স্বপ্ন বাস্তবায়িত করার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে এর আগে। এতেই প্রমাণ হয়েছে যে এই দেশের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা অবশ্যই রয়েছে।''


আগামী চারবছর পর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে বসতে চলেছে অলিম্পিক্সের আসর। টোকিওতে সাতটি পদক আসার পর আশা করা গিয়েছিল যে এবার হয়ত পদক সংখ্যা আরও বাড়বে। কিন্তু প্যারিসে সংখ্যাটা বাড়েনি। বিনেশ ফোগত দুর্ভাগ্যবশত অলিম্পিক্স থেকেই মাঝপথে বাতিল হয়ে গিয়েছেন। নইল একটি সোনা বা রুপো নিশ্চিত ছিল।