কানপুর: অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে আনঅফিশিয়াল ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় 'এ' দল। শেষ ম্য়াচে কানপুরে ২ উইকেটে অজি শিবিরকে হারিয়ে দিল ভারতীয় শিবির। প্রথমে বল হাতে অর্শদীপ সিংহ ও হর্ষিত রানার দুরন্ত বোলিং ও পরে ব্যাট হাতে প্রভসিমরন সিংহের শতরান ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের অর্ধশতরানের ওপর নির্ভর করে ম্য়াচ জিতে নিল ভারতীয় 'এ' দল।

Continues below advertisement

প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া 'এ' দলের অধিনায়ক। অজি শিবির বোর্ডে ৩১৭ রান তুলে নিয়েছিল। অজি শিবিরে প্রথম আঘাত হানেন অর্শদীপ সিংহ। তিনি ফিরিয়ে দেন জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক ও মেকেঞ্জি হার্ভেকে। এরপর হর্ষিত রানাও এসে তুলে নেন আরও দুটো উইকেট। আট ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে গিয়েছিল ৪৪/৪। মিডল অর্ডারে কুপার কনোলি ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে অজি শিবিরের হাল ধরেন। এছাড়া ক্যাপেন জ্য়াক এডওয়ার্ডস ৮৯ ও লিয়াম স্কট ৭৩ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে তাঁরা ১৫২ রান যোগ করে অস্ট্রেলিয়া 'এ' দলের স্কোর ৩১৬ তে পৌঁছে দেন।

ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংহ। দুজনে মিলে বোর্ডে ৮৩ রান যোগ করেন। অভিষেক ২২ রান করে টড মার্ফির বলে আউট হয়ে ফেরেন। রান পাননি তিলক বর্মাও। তিনি ৩ রানে আউট হন। তবে প্রভসিমরন ছিলেন নিজের চেনা ছন্দেই। প্রথমে শ্রেয়সের সঙ্গে জুটি বাঁধেন ও পরে রিয়ান পরাগের সঙ্গে জুটি বাঁধেন। শ্রেয়স আইয়ার ও রিয়ান পরাগ দুজনেই ৬২ রানের ইনিংস খেলেন।  

Continues below advertisement

৩৫ তম ওভারে শেষে ভারতের স্কোর ছিল ২৬২/৩। কিন্তু সেখান থেকেই পরবর্তী ৩৯ রান বোর্ডে তুলতে ভারত আচমকা ৫ উইকেট হারিয়ে বসে। কিন্তু টেল এন্ডার অর্শদীপ ও বিপরাজ মিলে ২১ রানের পার্টনারশিপ গড়ে তুলে ভারতীয় 'এ' দলের জয় নিশ্চিত করে দেন।

এদিকে, পুরুষদের পর এবার মহিলাদের ক্রিকেটেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপটমহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানকে এক লজ্জার রেকর্ড উপহার দিল ভারত। ৫০ ওভারের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখনও পর্যন্ত ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১২ বারই জিতেছে ভারত।