নর্থহ্যাম্পটন: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে সামারসেটের বিরুদ্ধে বুধবার (৯ অগাস্ট) এক চোখধাঁধানো দ্বিশতরান হাঁকান পৃথ্বী শ (Prithvi Shaw)। তাঁর লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ২৪৪ রানের ইনিংসের দৌলতেই সামারসেটকে ৮৭ রানে পরাজিত করে নর্থহ্যাম্পটন। তাঁর এই দুর্দান্ত ইনিংসের পর স্বাভাবিকভাবেই পৃথ্বী শয়ের জাতীয় দলের প্রত্যাবর্তনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তবে পৃথ্বী এসব নিয়ে ভাবতে নারাজ।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে শেষবার ভারতের জার্সি গায়ে দেখা গিয়েছিল পৃথ্বীকে। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরেই রয়েছেন। তবে তাঁর ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস ফের তাঁকে চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। পৃথ্বী না আয়ারল্যান্ড সফর না এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফর্ম করলেও, তিনি কিন্তু জাতীয় দলে ফেরার বিষয়ে এখনই কোনওরকম ভাবনাচিন্তা করছে না। বরং কাউন্টি ক্রিকেটে খেলা উপভোগ করাটাই তাঁর প্রধান উদ্দেশ্য বলে জানান ২৩ বছর বয়সি ডান হাতি ব্যাটার।


তিনি বলেন, 'আমি এখানে খেলার অভিজ্ঞতা লাভ করতে আগ্রহী ছিলাম এবং এখানে খেলাটা উপভোগ করতে চাই। ভারতের জাতীয় নির্বাচকরা কী ভাবছেন, সেই নিয়ে আমি এখন চিন্তিত নই। আমি শুধু এখানে ভাল সময় কাটাতে চাই। নর্থহ্যাম্পটনশায়ার আমাকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছ। ওরা আমার দারুণভাবে খেয়াল রাখছে। গোটা বিষয়টায়ই বেশ উপভোগ্য।'


নিজের ইনিংসে ২৮টি চার ও ১১টি ছক্কা হাঁকিয়ে নিজের দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান পূর্ণ করেন। শয়ের দাবি পরিস্থিতি ব্যাটিং সহায়ক ছিল এবং তিনি সেই পরিস্থিতির সুযোগ তুলে বড় ইনিংস খেলার জন্যই সচেষ্ট ছিলেন। 'আকাশে সূর্য ছিল এবং পরিবেশটা অনেকেটা ভারতের মতোই ছিল। এছাড়া আর (ব্যাটিং করার সময়) তেমন কিছু ভাবছিলাম না। যখন ব্যাটের ভিতরের কাণায় বল লাগার পরও আমি জীবনদান পাই, তখন  নিশ্চিতভাবেই দিনটা আমারই ছিল। অনেকসময় ভাগ্যের সহায়তারও প্রয়োজন হয় এবং আজ ভাগ্য আমরা সঙ্গেই ছিল। তারপর আর আমায় ফিরে তাকাতে হয়নি। ১৫০ রান পূরণ করার পর আমার মনে হয় আজকে ব্যাটে বলে বেশ ভালই সংযোগ হচ্ছে, তাই আজ বড় রান করার একটা সুযোগ রয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইডেনে অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্তর্ঘাত? বাড়ছে রাতের নিরাপত্তা