নয়াদিল্লি: এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এবার ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) পাকিস্তান সুপার লিগের বাকি আটটি ম্যাচ স্থগিত করার কথা ঘোষণা করল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত।

পাক ক্রিকেট বোর্ড প্রথমে পিএসএল -এর বাকি ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করার চেষ্টা করেছিল। কিন্তু শোনা যাচ্ছে, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তান সুপার লিগ আয়োজনে রাজি হয়নি সংযুক্ত আরব আমিরশাহি। তারপরই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত পাক বোর্ডের।

পিএসএল-এর আনুষ্ঠানিক বিবৃতি:

"পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল -এর বাকি আটটি ম্যাচ স্থগিত করার কথা ঘোষণা করেছে। গত ২৪ ঘণ্টায় সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, ৭৮টি ড্রোনের অনুপ্রবেশ হয়েছে এবং ভারত থেকে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গতকালই ভারত প্রত্যাঘাত করেছিল। ড্রোন হামলা হয়েছিল রাওয়ালপিণ্ডিতে। রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়েছিল ড্রোন। সেই স্টেডিয়ামেই আবার কয়েক ঘণ্টা পরেই বাবর আজমদের পিএসএল ম্যাচ খেলতে নামার কথা ছিল। তবে ড্রোন হানার পরেই সেই ম্যাচ বাতিল হয়েছিল। তারপর দেশে থেকে পিএসএলই সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানোও হয়েছিল যে, সংযুক্ত আরব আমিরশাহিতে পিএসএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা হবে। টুর্নামেন্টের বাকি আট ম্যাচের গোটাটাই সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে বলে জানানো হয়। তবে ম্যাচগুলির দিনক্ষণ ও সময় পরবর্তীতে ঘোষণা করার কথা ছিল।

পাকিস্তানের দেশবাসীরা আর দেশে পিএসএলের ম্যাচ দেখতে পারবেন না বলে তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নখবি। তাঁর দাবি, 'আমি দুঃখিত যে আমাদের ঘরোয়া দর্শক ও ক্রিকেটপ্রেমীরা আর পাকিস্তানের স্টেডিয়ামে ম্যাচগুলি দেখতে পারবেন না। পিসিবি তো বরাবরই বলে এসেছে রাজনীতি থেকে খেলাধুলোর জগত যেন সবসময় পৃথক হয়। তবে ভারতের রাওয়ালপিণ্ডি আক্রমণ করে পিএসএল থামানোর প্রচেষ্টার পর পিসিবি বাকি ম্যাচগুলিকে আমিরশাহিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।'

যদিও সংযুক্ত আরব আমিরশাহি বেঁকে বসায় টুর্নামেন্টই স্থগিত করে দিতে হল।