ডারবান: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর আচমকাই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছিলেন কুইন্টন ডি কক। এবার সেই অবসর ভেঙেই ফের জাতীয় দলে ফিরছেন কুইন্টন ডি কক। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে আগামীতে প্রোটিয়া শিবিরের। সেই সিরিজের স্কোয়াডেই ঢুকে পড়লেন বাঁহাতি প্রোটিয়া ওপেনার। 

Continues below advertisement

ওয়ান ডে বিশ্বকাপ থেকে যখন অবসর নেন ডি কক, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৯। সবাইকে চমকে দিয়ে এত কম বয়সেই ওয়ান ডে ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন যদিও ডি কক। কিন্তু এখন আর টি -টোয়েন্টি দলে সুযোগ পান না তিনি। তবে ওয়ান ডে ফর্ম্য়াটে পাকিস্তানের মাটিতে খেলতে দেখা যাবে ডি কককে। 

পাকিস্তানের মাটিতে তিন ফর্ম্য়াটের ক্রিকেটেই খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। এইডেন মারক্রামের নেতৃত্বে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাকে সরিয়ে দেওয়া হয়েছ টেস্ট ফর্ম্য়াটের নেতৃত্বভার থেকে। অন্য়দিকে ওয়ান ডে ফর্ম্য়াটের নেতৃত্বে দেখা যাবে ম্য়াথু ব্রেটজকে ও কুড়ির ফর্ম্যাটের অধিনায়ক হিসেবে দেখা যাবে ডেভিড মিলারকে। 

Continues below advertisement

এই মুহূর্তে দেশ বিদেশের বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি লিগে খেলতে দেখা গিয়েছে ডি কককে। কেকেআরের জার্সিতে গত মরশুমে আইপিএলেও খেলেছেন। আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপের প্রস্তুতিতেই ডি ককের অভিজ্ঞতা কাজে লাগবে দলের। এমনকী ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে। ৩২ বছর বয়সি ডি কক এখনও দেশের জার্সিতে অনেক কিছু করতে পারবেন বলে আশা রাখা হচ্ছে। 

তবে ২ বছর পর ওযান ডে বিশ্বকাপে ডি কক আদৌ খেলবেন কি না তা নিয়ে কিছু না বললেও দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বলছেন, ''ওয়ান ডে ক্রিকেটে ডি’ককের প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হল। গত মাসে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময়েই বুঝেছিলাম দেশের হয়ে খেলার জন্য ও এখনও মরিয়া। সকলেই জানে ডি’কক থাকলে দল কতটা শক্তিশালী হয়।''

পাকিস্তানের মাটিতে দুটো টেস্ট ও তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২ অক্টোবর থেকে লাহোরে শুরু প্রথম টেস্ট, ২০ অক্টোবর থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু দ্বিতীয় টেস্ট। এই মুহূর্তে পাকিস্তান দল এশিয়া কাপ খেলছে। ভারতের বিরুদ্ধে রবিবার সুপার ফোরের ম্য়াচে হারতে হয়েছে পাক দলকে।