নয়াদিল্লি: মাত্র কয়েক ঘণ্টা আগেই সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আর অশ্বিন (R Ashwin)। তারপরেই আজ, বৃহস্পতিবার সক্কাল সক্কাল দেশে ফিরলেন তারকা সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।


আজ সকালেই চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছন আর অশ্বিন। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত গতকালই জানিয়েছিলেন যে অশ্বিন বাকি দলের সঙ্গে বক্সিং ডে টেস্টের জন্য মেলবোর্ন উড়ে যাবেন না, বরং তিনি দেশেই ফিরবেন। সেই মতো কড়া নিরাপত্তার বেষ্টনী এবং সমর্থকদের প্রবল উচ্ছ্বাসের মধ্যেই তিনি বিমানবন্দরে উপস্থিত তাঁর পরিবারের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। এমনকী বিমানবন্দরে উপস্থিত কোনও মিডিয়ার সঙ্গেও কোনও কথা বলেননি অশ্বিন। 


 






এরপরে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছলে অশ্বিনের জন্য রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করে ছিল। গান বাজনা, ফুল এবং বাবা মায়ের আলিঙ্গনে বাড়িতে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিকে স্বাগত জানানো হয়। সর্বপ্রখম তাঁর বাবা তাঁকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন দেন, তাঁর মা অশ্বিন বাড়ি ফেরার পর খানিকটা আবেগঘন হয়ে পড়েন। ছেলেকে জড়িয়ে ধরে চোখ মুছতে দেখা যায় তাঁকে। স্ত্রী ও সন্তানদের নিয়ে এরপরেই নিজের বাড়িতে প্রবেশ করেন অশ্বিন। তবে পড়শিদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আলিঙ্গনও করতে দেখা যায় মহাতারকাকে।


 






তিনি যে একেবারে নায়কোচিত অভ্যর্থনায় বাড়িতে ফিরলেন, তা কিন্তু বলাই বাহুল্য। এবার অপেক্ষা অশ্বিনের পরবর্তী ইনিংসের। তিনি নিজেই জানিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। এবার সেই অপেক্ষাতেই থাকবেন অশ্বিন-ভক্তরা।







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: কড়া নিয়মের আওতা থেকে বাদ গেলেন না তারকা ক্রিকেটারও, কেরলের বিজয় হাজারের দল থেকে বাদ স্যামসন