ধর্মশালা: শেষ ওভার পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। বিশ্বকাপে (ODI World Cup 2023) রুদ্ধশ্বাস ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে দুরন্ত ভঙ্গিমায় ৫ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া (AUS vs NZ)। রচিন রবীন্দ্র (Rachin Ravindra) বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকান। তিনি ১১৬ রানের ইনিংস খেলেন। জিমি নিশামও (Jimmy Nesham) শেষের দিকে লড়াকু অর্ধশতরানের ইনিংস খেলেন। তা সত্ত্বেও খালি হাতেই মাঠ ছাড়তে হচ্ছে কিউয়িদের।
৩৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং উইল ইয়ং, শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন। মাত্র ৫.১ ওভারেই বিনা উইকেট হারিয়ে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন জস হ্যাজেলউড। ২৮ রানে কনওয়েকে সাজঘরে ফেরত পাঠান তিনি। নিজের পরের ওভারে অপর ওপেনার ইয়ংকেও ৩২ রানে আউট করেন হ্যাজেলউডই। পাওয়ার প্লের ১০ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল ৭৩/২।
পরপর দুই উইকেট হারানোর পর নিউজ়িল্যান্ডের হয়ে ইনিংসের হাল ধরেনে রবীন্দ্র ও ড্যারেল মিচেল। ৪২ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন মিচেল। ২২তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। ঠিক যখন নিউজ়িল্যান্ডের অল্প অল্প করে দুশো রানের দিকে এগোচ্ছিল, তখনই রবীন্দ্র-মিচেলের পার্টনারশিপ ভাঙেন অ্যাডাম জ়াম্পা। বড় শট মারতে গিয়ে ৫৪ রানে বাউন্ডারি লাইনে ধরা দেন মিচেল। অধিনায়ক টম ল্যাথামও বড় রানের ইনিংস খেলতে পারেননি। তাঁকেও ২১ রানে সাজঘরে ফেরান তারকা অজ়ি লেগ স্পিনার জ়াম্পাই।
তবে একপাশে উইকেট পড়লেও, অপরদিকে রবীন্দ্র কিন্তু নিজের খেলা চালিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতেই ৭৭ বলে শতরানের গণ্ডি পার করে ফেলেন রবীন্দ্র। অবশ্য শতরানের গণ্ডি পার করার পর বেশিদূর এগোতে পারেননি তিনি। সেট রবীন্দ্রকে আউট করেন প্যাট কামিন্স। তবে কিউয়িরা হাল ছাড়েননি। ব্ল্যাকক্যাপসের হয়ে রবীন্দ্রর থেকে লড়াইয়ের ব্যাটনটা নিজের হাতে তুলে নেন নিশাম। একা হাতেই লড়াই চালিয়ে যান তিনি। তবে শেষ ওভারে দুই রান নেওয়ার মরিয়া চেষ্টায় ৫৮ রান করে রান আউট হতে হয় তাঁকে। ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই নিয়ে নাগাড়ে চারটি ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এখনও বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, কীভাবে?