চেন্নাই: ছয় ম্য়াচে দুটি মাত্র জয়। হারের সংখ্যা? ৪টি। টানা চার ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন বাবর আজ়মরা। এই প্রথম বিশ্বকাপে টানা চার ম্যাচে হারল পাকিস্তান (Pakistan Cricket Team)। আপাতত বিশ্বকাপের (ODI World Cup) পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে ছ'নম্বরে রয়েছে পাকিস্তান। কিন্তু বাবর-মহম্মদ রিজ়ওয়ানদের শেষ চারের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। এখনও বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান। কিন্তু কীভাবে?


বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা চার দল। এই মুহূর্তে ১০ পয়েন্ট করে নিয়ে তালিকার শীর্ষ দুই স্থানে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিরাট কোনও অঘটন না ঘটলে দুই দলেরই সেমিফাইনালে ওঠা আটকাবে না। তিন ও চার নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের ঠিক ওপরে, পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট সমান (৪) হলেও রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা।


সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে পাকিস্তানকে প্রথমে নিজেদের বাকি ৩ ম্যাচেই জিততে হবে। সেক্ষেত্রে ১০ পয়েন্টে লিগ পর্ব শেষ করবেন বাবররা। বড় ব্যবধানে জিতলে নেট রান রেটের দিক থেকেও ভাল জায়গায় থাকবে পাকিস্তান। তাদের ম্যাচ বাকি বাংলাদেশ, নিউজ়িল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। বাকি তিন ম্যাচের দুটি আবার ইডেনে।


তবে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি পাকিস্তানকে অপেক্ষা করে থাকতে হবে অস্ট্রেলিয়া বা নিউজ়িল্যান্ডের বিপর্যয়ের।  এই দুই দলের যে কোনও একটিকে পরপর ম্য়াচ হারতে হবে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট অস্ট্রেলিয়ার। তাদের বাকি ৪ ম্যাচ (নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শনিবারের ম্যাচ ধরে)। ৪ ম্যাচের মধ্যে তিনটিতে হারতে হবে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের পক্ষে সবচেয়ে ভাল হয় যদি অস্ট্রেলিয়া শনিবার নিউজ়িল্যান্ডকে হারায় এবং পরের তিনটি ম্যাচে হারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ৮ পয়েন্টে শেষ করবে। পাকিস্তান এগিয়ে থাকবে। বাকি ৪ ম্য়াচের ২টি হারলে প্যাট কামিন্সদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে নেট রান রেট ভাল থাকলে সুবিধা পাবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বাকি চার ম্যাচ নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে।


এছাড়া নিউজ়িল্যান্ড যদি তাদের বাকি সবকটি ম্যাচ হেরে যায়, সুবিধা পাকিস্তানের। সেক্ষেত্রে কিউয়িরা ৮ পয়েন্টে আটকে যাবে। পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলবে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে বাকি ৪ ম্য়াচের মধ্যে অন্তত ২টি করে হারতেই হবে। ৪ নভেম্বর নিউজ়িল্যান্ডের মোকাবিলা পাকিস্তানের সঙ্গে। সেই ম্য়াচে পাকিস্তান জিতলে জোর ধাক্কা খাবে ব্ল্যাক ক্যাপস শিবির। শনিবারের অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়াও নিউজ়িল্যান্ডের আরও তিনটি ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে।


খাতায় কলমে সুযোগ রয়েছে। তবে কঠিন পথ। নিজেরা জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলের দিকেও। ইডেনে কি শেষ পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে টস করতে নামবেন বাবর আজ়ম?


আরও পড়ুন: BAN vs NED Exclusive: কলকাতায় ক্রিকেট উৎসবের বোধনে তামিমকে নিয়ে হাহুতাশ পদ্মাপারের অনুরাগীদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial