পুণে: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় (Team India) টি-টোয়েন্টি দল থেকে সিনিয়রদের বাদ দেওয়ার পরামর্শ দেন অনেকেই। বিশ্বকাপের পর টিম ইন্ডিয়া প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে (Ind vs SL) টি-টোয়েন্টি খেলতে নেমেছে। সেই সিরিজে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলিরা নেই। যদিও তাঁদের এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বলেই অনুমান। তবে চলতি শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর রাহুল দ্রাবিড়ের মন্তব্যে শুরু হয়েছে জল্পনা।


দ্রাবিড়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য


দ্রাবিড় সরাসরি না হলেও, নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দেন যে আপাতত টি-টোয়ন্টিতে জুনিয়ারদেরই সুযোগ দেওয়া হবে এবং এ বছরই ৫০ ওভারের বিশ্বকাপের কথা মাথায় রেখে সিনিয়ররা সেই দিকেই নজর দেবেন। দ্রাবিড় বলেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে (টি-টোয়েন্টি বিশ্বকাপে) গত সেমিফাইনাল খেলা ক্রিকেটারদের মধ্যে তিন, চারজনই এই একাদশেও রয়েছে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের পরিকল্পনাটা একটু ভিন্ন। আমাদের তরুণ দলের জন্য শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাটা দারুণ। ওয়ান ডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপর লক্ষ্যটা রয়েছে। তাই টি-টোয়েন্টি ম্যাচগুলিতে আমাদের কাছে তরুণদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে।'


বিরক্ত হার্দিক


ভারতীয় সমর্থকেরা মাঠে ভিড় জমিয়েছিলেন প্রিয় দলের ম্যাচ ও সিরিজ জয় দেখবেন, সেই আশায়। আশা পূরণ তো হলই না, উল্টে সিরিজ হাতছাড়াও হতে পারে, এরকম আশঙ্কাও তৈরি হয়ে রইল। পুণেতে শ্রীলঙ্কার কাছে ১৬ রানে পরাজয়ের পর হারের কারণ অনুসন্ধানে বসে পড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যাঁর কাঁধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে। ম্যাচের পর হার্দিক বলেছেন, 'বোলিং ও ব্যাটিং, দুইয়েই পাওয়ার প্লে ভুগিয়েছে আমাদের।'


শ্রীলঙ্কা ব্যাট করার সময় পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তোলে। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে পারে শ্রীলঙ্কা। শেষে দুশো পেরিয়ে যায় দাসুন শনাকাদের স্কোর। পরে ভারত ব্যাট করার সময় ভারত পাওয়ার প্লে-তে ৩৯/৪ হয়ে যায়। তখনই ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকে।


হার্দিক আরও বলেছেন, 'আমরা প্রাথমিক ব্যাপারগুলো ভুল করেছি। যেটা এই পর্বে চলে না। প্রাথমিক ব্য়াপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত। একটা দিন খারাপ যেতে পারে। কিন্তু তাই বলে প্রাথমিক ব্যাপারগুলোয় ভুল কেন হবে। এই ধরনের পরিস্থিতিতে এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়।'


আরও পড়ুন: সেই পুণেতেই শ্রীলঙ্কার কাছে হার, সাতটি 'নো' বলে স্বপ্নভঙ্গ ভারতের