জয়পুর: ভারতের (Indian Cricket Team Coach) কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন। এরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই মুহূর্তে রোহিত, সূর্যদের হেডস্যারের দায়িত্ব নিয়েছেন। এবার শোনা যাচ্ছে যে আইপিএলে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals)  কোচের দায়িত্বে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানানো হয়েছে যে রাহুল দ্রাবিড় ও রাজস্থান শিবরের মধ্যে ইতিমধ্যেই কথা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও কিছু নেওয়া হয়নি। ৫১ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার, মেন্টরের পর এবার এই ফ্র্যাঞ্চাইজির কোচের পদে কি মিঃ ডিপেন্ডেবল?


দ্রাবিড়ের নেতৃত্বেই রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল। এমনকী ২০১৩ সালে প্লে অফেও জায়গা করে নেয়। এরপর ২০১৪, ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকায় দেখা দিয়েছিল দ্রাবিড়কে। ২০১৫ সালের পর থেকে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত আছেন দ্রাবিড়। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপজয়ী পৃথ্বী শ-র নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের কোত ছিলেন দ্রাবিড়। ভারতীয় এ দলের দায়িত্বেও দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালকে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকেডমির চেয়ারম্য়ান পদেও দেখা গিয়েছে তাঁকে। এরপর ২০২১ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে যুক্ত হন দ্রাবিড়। ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালস শিবিরের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ আছেন কুমার সাঙ্গাকার। নতুন মরশুমে তাঁকে আর দায়িত্ব রাখা হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি। 


এদিকে, গুজরাত টাইটান্সের দায়িত্ব থেকে সরতে চলেছেন আশিস নেহরা ও বিক্রম সোলাঙ্কি। আপাতত যা সূত্রের খবর, যুবরাজ সিংহ হয়ত গুজরাত টাইটান্সের কোনও দায়িত্বে আসতে পারেন। এখনও পর্যন্ত সরকারি কোনও সিদ্ধান্ত যদিও নেওয়া হয়নি। ইতিমধ্যেই দলের মেন্টর গ্যারি কার্স্টেন দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আগেই। পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছিল গ্যারিকে। ফরে গুজরাত শিবিরে কোচিং ইউনিটে যে বড় বদল আসছে, তা বোঝাই যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে এক সূত্র জানিয়েছেন, ''অনেক কিছু বদল হতে চলেছে। নেহরা ও বিক্রম হয়ত আর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকছেন না। সেক্ষেত্রে যুবরাজের নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত কিছু অফিশিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও কোচিং স্টাফেদর মধ্যেও অনেক কিছু বদল হতে পারে।''