মুম্বই: নামিবিয়া (Namibia) উড়ে যাচ্ছে আসাম ক্রিকেট দল (Asam Cricket Team)। সেখানে পাঁচ ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে তারা। আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। যাতে আসাম দলের নেতৃত্ব দিতে দেখা যাবে রিয়ান পরাগকে (Riyan Parag)। আইপিএলে সঞ্জু স্য়ামসনের অনুপস্থিতিতে পরাগের কাঁধেই ছিল রাজস্থানের নেতৃত্বভার। কিন্তু খুব একটা দাগ কাটতে পারেননি দলের অধিনায়ক হিসেবে। কিছু ম্য়াচে অবশ্য ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। তবে এবার প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্বভার দেবেন রিয়ান। ভারতীয় দল না হলেও প্রস্তুতি পর্বে আসামের জার্সিতে নামিবিয়ায় জ্বলে ওঠার সুযোগ রিয়ানের সামনে।

ঘরোয়া ক্রিকেটে আসাম দলের নেতৃত্বভারও দিয়েছেন রিয়ান। তাই অভিজ্ঞতা রয়েইছে তাঁর। এছাড়া আসন্ন সিরিজে দুটো দলেরই তরুণ প্লেয়ারদের নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। আসাম দলে রয়েছেন দানিশ দাস, আকাশ সেনগুপ্ত এবং পারভেজ মোশাররফের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে নামিবিয়া পঞ্জাব ও কর্ণাটকের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছে অতীতে। 

আসাম ও নামিবিয়ার মধ্য়ে ম্য়াচগুলো হবে যথাক্রমে জুন মাসের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখ। পরাগের পারফরম্য়ান্স রাজস্থান রয়্য়ালসের জার্সিতে তাঁকে নেতৃত্বভার পাওয়ার দৌড়ে ইতিবাচক ভূমিকা নিয়েছে। মোট ১৪ ম্য়াচে তিনি ৩৯৩ রান করেছেন। ৩২.৭৫ গড়ে ব্যাটিং করেছেন পরাগ গত আইপিএলে। স্ট্রাইক রেট ছিল ১৬৬.৫৩। গত আইপিএলে স্য়ামসনের চোট থাকায় বেশ কয়েকটি ম্য়াচ তিনি খেলতে পারেননি। অনেকগুলো ম্য়াচে শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন শুধু ব্যাটিংয়ের জন্য। সেখানেই পরাগ নেতৃত্বভার সামলেছেন।

কেকেআরের বিরুদ্ধে ইডেনে একটি ম্য়াচে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন রিয়ান মাত্র ৪৫ বলে। সেই ম্য়াচে একটি ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব আরোরাকে। যদিও ম্য়াচটি জেতাতে পারেননি তিনি দলকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৩ ম্য়াচে মোট ২০৪২ রান করেছেন রিয়ান। লিস্ট এ ক্রিকেটে ৫০ ম্য়াচে ১৭৩৫ রান করেছেন। ৫৩ উইকেটও রয়েছে ঝুলিতে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৩৭ ম্য়াচে ৩১১৫ রান ও ৪৮ উইকেট ঝুলিতে নিয়েছেন। নামিবিয়ার মাটিতেও তাঁর নেতৃত্বে আসাম দল ভাল পারফর্ম করবে এই আশা করাই যায়।