মুম্বই:বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। এমনকী লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়েই থেকে যেতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরান এসেছিল গত বছর ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2024) মঞ্চে। এরপর থেকে সাদা বলের ফর্ম্য়াটে কয়েকটি ভাল ইনিংস খেললেও লাল বলের ফর্ম্য়াটে একেবারেই ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে। এরই মধ্যে চলতি বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি। তার আগে নিজেকে লাল বলের ফর্ম্য়াটে ছন্দে ফেরাতে রঞ্জি ট্রফিতে নামতে পারেন কিং কোহলি। এখনও খবরের নিশ্চয়তা না থাকলেও, সম্ভাবনা কিন্তু তেমনই বলছে।
২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট। সেই মরশুমে শেষবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন ডানহাতি ব্যাটার। দুই ইনিংসে করেছিলন যথাক্রমে ১৪ ও ৪২ রান। দুবারই ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছিলেন কোহলি। এবার যদি রঞ্জিতে খেলতে নামেন বিরাট, তবে ১২ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা তারকা ব্যাটারকে। ২০১৯-২০ মরশুমে দিল্লি স্কোয়াডে রঞ্জির জন্য নাম ছিল কোহলির। কিন্তু তিনি একটিও ম্য়াচ খেলেননি।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সম্ভাব্য ৮৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বিরাট ছাড়াও রয়েছেন ঋষভ পন্থ, হর্ষিত রানা। তবে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে রাখা হয়নি রাজ্য দলের সম্ভাব্য তালিকাতেও। ডানহাতি দীর্ঘকায় পেসারের জন্য় যে ফেরার রাস্তা প্রায় বন্ধ, তার আঁচ কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। বিরাট যদিও খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। কিন্তু নিজের ফর্ম ফিরে পেতে অস্ট্রেলিয়া সিরিজের আগে রঞ্জিতে একটি ম্য়াচে খেলতেই পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এদিকে, আইসিসি টেস্ট র্যঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার প্রথম দশের বাইরে চলে গিয়েছেন বিরাট কোহলি। ৭ থেকে ১২ নম্বরে নেমে গিয়েছেন তিনি। ৫ নম্বরে নেমে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। দুজনই চেন্নাইয়ে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তার মধ্যে কোহলির দ্বিতীয় ইনিংসের আউট নিয়ে বিতর্ক রয়েছে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলেন কিংগ কোহলি। বল তাঁর ব্যাটের কাণায় লাগলেও কোহলিকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল। তিনি ডিআরএস না নেওয়ায় ফিরতে হয় ড্রেসিংরুমে।