মুম্বই: চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে পুরুষ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ২০০৭ সালের পর ফের একবার এই ফর্ম্য়াটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এবার পালা মহিলা ভারতীয় ক্রিকেট দলের (Indian Womens Cricket Team)। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) বসতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens Cricket World Cup T20) আসর। সেই টুর্নামেন্টে আগামী ৪ অক্টোবর নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ভারত। 


এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। মূল টুর্নামেন্টে নামার আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচে খেলতে নামবেন স্মৃতি মন্ধানারা। সম্প্রতি স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে টি-টোয়ন্টি বিশ্বকাপ ও ভারতের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছিলেন দলের তারকা লেগস্পিনার পুণম যাদব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদিও ভারতীয় স্কোয়াডে জায়গা করতে পারেননি পুণম। কিন্তু তিনি আশাবাদী দলের পারফরম্য়ান্স নিয়ে। পুণম বলছেন, ''কোচ অমল মজুমদার আমাদের প্রত্যেকের ফিল্ডিং ও ফিটনেসের ওপর আলাদা করে জোর দিয়েছেন। ১০ দিনের স্কিল ক্যাম্পও আয়োজিত হতে চলেছে। এমন ক্যাম্পে থাকলে যে কোনও প্লেয়ারই তাঁর ১০০ শতাংশ বের করে আনার চেষ্টা করবে। নিজেদের খেলা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সবার রয়েছে। কী করতে হবে, কী করণীয় সবই। যা যা ভুল আমরা করেছি বিভিন্ন সিরিজে। সেই ভুলগুলো যাতে ফের না হয় বিশ্বকাপের মত মঞ্চে, তার দিকেও নজর রাখা হচ্ছে।''


২০২০ সালে প্রথমবার এই ফর্ম্য়াটের বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছিল মহিলা ভারতীয় ক্রিকেট দল। সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে গিয়েছিল হরমনপ্রীতের দল। ২০২২ সালেও ভাল শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেবারও সেমিতে অজিদের বিরুদ্ধে হেরেই শেষ হয়ে যায় শেফালিদের দৌড়। 


গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছিল ভারত। এছাড়াও এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হয়েছিল। সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল হরমনপ্রীতের দলকে। যদিও পুণম আশাবাদী যে আমিরশাহিতে হতে চলা টুর্নামেন্টে ভারত খেতাব জিতবে।