মুম্বই: রঞ্জি ট্রফির জন্য় মুম্বই স্কোয়াড (Mumbai Squad) থেকে বাদ পড়লেন শিবম দুবে (Shivam Dube)। জম্মু কাশ্মীরের (Mumbai vs Jammu Kashmir) বিরুদ্ধে বুধবার থেকে শুরু হয়েছে মুম্বইয়ের রঞ্জি অভিযান। কিন্তু সেই দলে নেই তারকা বাঁহাতি অলরাউন্ডার। পিঠের ব্যথার জন্য বাদ দেওয়া হয়েছে শিবম দুবেকে। ইতিমধ্যেই শ্রীনগর থেকে ঘরে ফিরে গিয়েছেন দুবে। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দুবে। তার জন্যই আপাতত রঞ্জির ট্রফির ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
এশিয়া কাপে শিবম দুবেকে দারুণভাবে ব্যবহার করেছিলেন সূর্যকুমার যাদব। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছিলেন মুম্বই অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালেও তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেছিলেন মিডল অর্ডারে। তিলকের অর্ধশতরান ও দুবের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদেই পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। ৩৩ রানের ইনিংস খেলেন দুবে। নিজের ৩ ওভারের স্পেলে ২৩ রান খরচ করেন দুবে।
রঞ্জিতে মুম্বই স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন শার্দুল ঠাকুর। অজিঙ্ক রাহানে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানাের পর শার্দুলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, রঞ্জি ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত ৪২ বার ট্রফি জিতেছে। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিতে এদিন খেলতে নেমেছে মুম্বই।
এদিকে, বুধবার সকালেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে সিরিজ। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ম্য়াচ ২৩ অক্টোবর ও তৃতীয় ম্য়াচ ২৫ অক্টোবর হতে চলেছে। দিল্লি বিমানবন্দরে শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণকে দেখা গিয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচে পারথের ওপটাস স্টেডিয়ামে খেলা হবে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেও, ভারতীয় দলের জন্য বিশ্রামের জো নেই। সপ্তাহান্তেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারত। সেই সিরিজ়েই কিন্তু ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক ঘটতে চলেছে। রোহিত শর্মাকেও দেখা যাবে সিরিজে। এবার অধিনায়ক হিসেবে নয়, দলের অভিজ্ঞ ওপেনার হিসেবেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া।