মুম্বই: চলতি বছরে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল ক্রিকেটার কে? প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বেছে নিলেন তাঁর পছন্দের সেরা প্লেয়ার এই বছরের জন্য। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বেছে নেননি অশ্বিন। ফেভারিট হিসেবে তিনি বেছে নিয়েছেন তরুণ প্লেয়ার অভিষেক শর্মাকে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে যে বিধ্বংসী ব্য়াটিং ধারাবাহিকভাবে করে এসেছেন অভিষেক এই বছরে, তারই প্রশংসা করেছেন কিংবদন্তি প্রাক্তন স্পিনার। 

Continues below advertisement

২০২৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষেকে। এরপর থেকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছেন বাঁহাতি ভারতীয় ওপেনার। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৩৩ ম্য়াচে ১১১৫ রান করেছেন এই ফর্ম্য়াটে। দুটো সেঞ্চুরি ও ছয়টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৫।

নিজের ইউটিউব চ্যানেল অ্য়াশ কি বাতে অশ্বিন বলেন, ''অভিষেক শর্মার জাতীয় দলে ঢোকা শুধু নয়, এটা ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের এক্স ফ্যাক্টর। যদি চলতি বছরে একজন প্লেয়ারের নাম বলতে হয় ভারতীয় ক্রিকেটে, তাহলে অবশ্যই তা অভিষেক শর্মা। ও দারুণ ব্যাটিং করেছে গোটা বছরে। পাওয়ার প্লে-তে অসাধারণ ব্যাটিং ওর। আমি ওকে ওয়ান ডে ফর্ম্যাটেও জাতীয় দলে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমার মতে ভারতীয়দের পুরুষ ক্রিকেটে সেরা প্লেয়ার অভিষেক শর্মা।''

Continues below advertisement

এই বছরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৮৫৯ রান করেছেন অভিষেক। মোট ২১ ম্য়াচ খেলেছেন অভিষেক টি-টোয়েন্টিতে চলতি বছরে। ৪২.৯৫ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ১৯৩.৪৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি ভারতীয় ওপেনার। চলতি বছরে এশিয়া কাপে ৭ ম্যাচে খেলতে নেমে মোট ২১৪ রান করেছেন। ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত আগামী ২১ জানুয়ারি থেকে। সেই সিরিজে ফের একবার দেখা যাবে অভিষেককে।

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই হার্দিক

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত ছিলেন হার্দিক। কিন্তু বিসিসিআইয়ের তরফে তারকা অলরাউন্ডারকে জানানো হয়েছে যে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হার্দিককে তৈরি রাখতে চাইছ বোর্ড। তাই কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হার্দিক শেষবার ভারতের জার্সিতে ওয়ান ডে-তে খেলেছেন গত মার্চে। দুবাইয়ে কিউয়িদের বিরুদ্ধেই সেই ম্য়াচে খেলেছিলেন হার্দিক। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরবেন হার্দিকবুমরা