চেন্নাই: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট নিয়ে। ওয়াশিংটন সুন্দরকে ঠিক কীভাবে ব্যবহার করাতে চাইছে টিম ম্যানেজমেন্ট, তা বোধগম্য হচ্ছে না কোনওমতই অশ্বিনের কাছে। সুন্দরকে তাঁর বোলিং কোটার পুরো ওভার না দিয়ে ব্যাটিংয়ে চাপ দেওয়ার ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচেই খেলেছিলেন সুন্দর। কিন্তু তাঁকে মাত্র সাতটি ওভারই দেওয়া হয়েছে, তা নিয়েও ক্ষুব্ধ অশ্বিন।

Continues below advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''যদি ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত করো তুমি, তাহলে তোমাকে তাঁকে বোলার হিসেবে খেলানো উচিৎ যে ব্যাটিংটাও করতে পারে। ওঁকে ওঁর কোটার ওভার পুরোটাই করতে দেওয়া উচিৎ।''

অশ্বিন আরও বলেন, ''ক্রমাগত বল করে গেলে, একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে সুন্দর ব্যাটিংটাও করতে পারে। কিন্তু যদি শুধু ব্যাটিংয়ের জন্য খেলানো হয়, আর কয়েকটি মাত্র ওভার ওকে দিয়ে করানো হয়, তাহলে ও নিজের দায়িত্ব সম্পর্কেও সন্দিহান হয়ে পড়বে। তাই ওকে ওর দোনোমনায় ফেলার কোনও মানে হয় না। টিম ম্য়ানেজমেন্টের সঠিক একটা বার্তা ওর কাছে পাঠানো উচিৎ।''

Continues below advertisement

উল্লেখ্য, রাইপুরে টস হারার সঙ্গে সঙ্গেই রেকর্ড সংখ্যক টানা ২০ ওয়ান ডে ম্যাচে টস হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর কোনও ওয়ান ডে ম্যাচে টস জেতেনি ভারত। পরে ফিল্ডিং করতে হলেই শিশির সমস্যার জন্য অসুবিধায় পড়ছেন ভারতের বোলাররাফিল্ডিংয়েও হচ্ছে সমস্যা। তার ওপর ওয়ান ডে ক্রিকেটে এখন ৩৪ থেকে ৫০ ওভার পর্যন্ত একটিই বল ব্যবহৃত হচ্ছে। ফলে পরে ফিল্ডিং করা দলের সমস্যা বাড়ছে। প্রথম ওয়ান ডে কোনওমতে জিতলেও দ্বিতীয় ম্য়াচেই হারত হয়েছে।

শেষবার একই দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট ও ওয়ান ডে - ভারত দুই-ই হেরেছিল এমন নজির রয়েছে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। ২০২১-২২ মরশুমে। দক্ষিণ আফ্রিকার মাটিতে। দেশের মাটিতে শেষবার একই দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট ও ওয়ান ডে - ভারত দুই-ই হেরেছিল এমন নজির একবারই রয়েছে। প্রায় ৩৯ বছর আগে। ১৯৮৬-৮৭ মরশুমে পাকিস্তান ভারতকে টেস্ট ও ওয়ান ডে - দুই সিরিজেই হারিয়েছিল। সেই কলঙ্ক ফিরে পেতে চাইবে না ভারতীয় দল, বলাই বাহুল্য।