আমদাবাদ: ম্যাচের প্রথম দুই দিন ভারতীয় দল দাপট দেখিয়েছে। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) তৃতীয় দিনেও সেই দাপট অব্যাহত রইল। এক সেশনেই পড়ল ৫ উইকেট। নিশ্চিত জয়ের পথে অগ্রসর টিম ইন্ডিয়া। এখনও দুই দিনের বেশি সময় বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য চাপ কিন্তু ক্রমশই বাড়ছে।

Continues below advertisement

গতকাল পাঁচ উইকেটের বিনিময়ে ৪৪৮ রানে দিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১২৫ এবং ওয়াশিংটন সুন্দর নয় রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। আজ সকালে তাঁরা আর ব্যাটে নামেননি। ৪৪৮ রানে দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ডিক্লেয়ার করার সময় ২৮৬ রানে এগিয়ে ছিল ভারতীয় দল।

এমন পরিস্থিতিতে জয় তো দূর, ইনিংসে হার এড়াতে হলেও ওয়েস্ট ইন্ডিজ়কে দারুণ ব্যাটিং করতে হত। তার জন্য প্রয়োজন ছিল শুরুটা ভালভাবে করা। তব সেটা আর হল কই। শুরুটা দেখেশুনে করলেও, এদিন ভারতীয় দলকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। প্রথম ইনিংসের মতোই ওয়েস্ট ইন্ডিজ় ওপেনার তেগনারায়ণ চন্দ্রপালকে ফেরান মহম্মদ সিরাজ। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার রেড্ডি। আরেক ওপেনার জন ক্যাম্পবেলকে ১৪ রানে আউট করেন রবীন্দ্র জাডেজা।

Continues below advertisement

 

এরপর তো যেন উইকেটের ফুলঝুরি লেগে যায়। একের পর এক ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার আসে আর যায়। কুলদীপ, জাডেজা, সুন্দরদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। কেবল অ্যাথানাজ়েই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে ৫০ রানের গণ্ডি পার করার আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে যায়। ব্র্যান্ডন কিং, রস্টন চেজ় ও শাই হোপ যথাক্রমে ৫, ১ ও ও ১ রানে সাজঘরে ফেরেন। অ্যাথানাজ়ে ও জাস্টিন গ্রেভসকে খানিকটা লড়াই করতে দেখা যায়। এবার দেখার বিষয় এই লড়াইটা তাঁদের দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে।