রাজকোট: টেস্ট কেরিয়ারে নিজের চতুর্থ শতরান পূরণ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ১৯৮ বলে নিজের শতরান হাঁকিয়ে জাডেজা প্রমাণ করে দিলেন কেন তিনি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। মার্ক উডের দাপুটে বোলিংয়ে শুরুতেই ব্যকফুটে চলে যাওয়া ভারতীয় দলকে নিজের চওড়া ব্যাটে ম্যাচেও ফেরালেন।


রাজকোটে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচে (IND vs ENG 3rd Test) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে মূলত মার্ক উডের আগুনে বোলিংয়ে ভারতীয় দল শুরুতেই চাপে পড়ে যায়। ডাডেজাকে মাত্র নবম ওভারেই পাঁচ নম্বরে ব্যাট করতে নামতে হয়। তারপরেই অধিনায়ক রোহিতের সঙ্গে জুটি বেঁধে চলে লড়াই। চতুর্থ উইকেটে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন জাডেজা ও রোহিত। 


৩৩ রানে তিন উইকেট হারিয়ে যেখানে একসময় বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারত, সেখানে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় সেশনে বিনা উইকেট হারিয়ে ৯২ রান যোগ করে ভারত। চাপ কাটিয়ে ওঠে টিম ইন্ডিয়া। তৃতীয় সেশনে রোহিত শতরান হাঁকিয়ে আউট হলেও, জাডেজা নিজের ব্যাটিং চালিয়ে যান। তাঁকে যোগ্য সঙ্গ দেন সরফরাজ খান। ৭৭ রানের পার্টনারশিপে তড়তড়িয়ে ভারতীয় দল তিনশো পার করে।


 






শতরান পূরণ করার লক্ষ্যে তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় সরফরাজকে। তবে জাডেজা কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের শতরান পূরণ করেন। তাঁর শতরানেই ভারত বড় রানের স্বপ্ন দেখছে।


রাজকোটে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুই তরুণকে একসঙ্গে অভিষেক ঘটৈানোর সুযোগ করে দেয়। একজন, সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে যিনি দুরন্ত ছন্দে রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সত্তরের কাছাকাছি ব্যাটিং গড়। আরেকজন ধ্রুব জুরেল। কে এস ভরতের পরিবর্তে। উইকেটের পিছনে ভরসা দিলেও ব্যাট হাতে ভরতের ব্যর্থতার জেরেই জুরেলকে ভারতীয় একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও দিনের শেষে কিন্তু ভারতব ভাল রানের দিকেই এগোচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে, বড় আপডেট দিলেন বোর্ড সচিব