RCB-W vs DC-W LIVE: তারার দাপটে ১৬৩ রানেই শেষ আরসিবির ইনিংস, ৬০ রানে জয় পেল দিল্লি

RCB-W vs DC-W WPL 2023 LIVE Score: স্বভাবতই নিজের সেরাটা দিতে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। তবে একই সঙ্গে সতর্কও থাকছেন আরসিবি ক্যাপ্টেন। 

ABP Ananda Last Updated: 05 Mar 2023 06:53 PM
RCB-W vs DC-W Score Update: দুরন্ত জয়

তারার দাপুটে বোলিংয়ে ভর করে ৬০ রানে জয় পেল দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ১৬৩/৮ রানেই থেমে গেল আরসিবির ইনিংস।

RCB-W vs DC-W Score Update: দুরন্ত জয়

তারার দাপুটে বোলিংয়ে ভর করে ৬০ রানে জয় পেল দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ১৬৩/৮ রানেই থেমে গেল আরসিবির ইনিংস।

RCB-W vs DC-W Score LIVE: ১৫০ রানের গণ্ডি পার

মেগান শ্যুট ও হায়দার নাইটের সুবাদে ১৫০ রানের গণ্ডি পার করল আরসিবি। তবে ১৫০ রান পার করার পরেই অষ্টম উইকেটে দুই তারকার ৫৪ রানের পার্টনারশিপ ভাঙলেন তারা নরিস। প্রথম অ্যাসোসিয়েট খেলোয়াড় হিসাবে ডব্লিউপিএলে পাঁচ উইকেট নিলেন তারা। 

RCB-W vs DC-W Score Update: অনবদ্য তারা

তারার দাপট অব্যাহত। তাঁর দাপটেই কোণঠাসা আরসিবি। দিল্লি মিডিয়াম পেসার নিজের দ্বিতীয় ওভারে আবারও জোড়া সাফল্য পেলেন। এবার তিনি রিচা ঘোষ ও কণিকা আহুজাকে ফেরালেন। রিচা ২ ও কণিকা শূন্য রানে আউট হলেন। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৯৬/৬।

RCB-W vs DC-W Score LIVE: জোড়া সাফল্য

নিজের প্রথম ওভারে বল করতে এসেই জোড়া সাফল্য পেলেন তারা নরিস। এলিস পেরিকে ৩১ ও দিশা কাসাতকে ৯ রানে সাজঘরে ফেরালেন তিনি। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৯১/৪। 

RCB-W vs DC-W Score Update: আউট স্মৃতি

২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেন স্মৃতি মান্ধানা। শুরুটা ভাল করেও পরপর ধাক্কায় কিছুটা চাপে পড়ে গেল আরসিবি। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ৫৮/২।

RCB-W vs DC-W Score LIVE: ভাল শুরু

২২৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণভাবে করেছে আরসিবি। অধিনায়ক স্মৃতি মান্ধানা ১৫ বলে ২৭ রানে ব্যাট করছেন। ৯ বলে ১৪ রানে খেলছেন সোফি ডিভাইন।

RCB-W vs DC-W Score Update: ২২৪ রানের লক্ষ্য

নির্ধারিত ২০ ওভারে দুই ওভারের বিনিময়ে ২২৩ রান তুলল দিল্লি ক্যাপিটালস। মারিজানে কাপ ৩৯ ও জেমাইমা ২২ রানে অপরাজিত রইলেন।

RCB-W vs DC-W Score LIVE: দু'শো পার

১৯তম ওভারে ২০০ রানের গণ্ডি পার করল দিল্লি ক্যাপিটালস। ছক্কা হাঁকিয়ে দিল্লিকে দু'শোর গণ্ডি পার করালেন মারিজানে কাপ। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ২১১/২। কাপ ৩৪ ও জেমাইমা ১৫ রানে ব্যাট করছেন।

RCB-W vs DC-W Score Update: শতরানের সুযোগ হাতছাড়া

একই ওভারে জোড়া উইকেট। অবশেষে ১৬২ রানে ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন হেদার নাইট। ৭২ রানে ফিরলেন দিল্লি অধিন ল্যানিং। একই ওভারে আরেক ওপেনারকেও ফেরালেন তিনি। দুরন্ত খেললেও শতরানের সুযোগ হাতছাড়া করলেন দিল্লির তারকা ওপেনার শেফালি ভার্মা। মাত্র ৪৫ বলে ৮৪ রানে করে সাজঘরে ফিরলেন তিনি। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ১৬৪/২।

RCB-W vs DC-W Score LIVE: শতরানের গণ্ডি পার

১০ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল দিল্লি ক্যাপিটালস। ১০ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১০৫ রান। শেফালি ভার্মা ৫৪ রানে ব্যাট করছেন, মেগ ল্যানিং খেলছেন ৪৭ রানে। 

প্রেক্ষাপট

মুম্বই: আজ আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামছে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। গতকালই শুরু হয়ে গিয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ (Women's Premier League)। আজ টুর্নামেন্টে অভিযান শুরু করছে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর্স। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী স্মৃতি। প্রথমবার দেশের মাটিতে মহিলা ক্রিকেটের ফ্র্য়াঞ্চাইজি লিগ। স্বভাবতই নিজের সেরাটা দিতে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। তবে একই সঙ্গে সতর্কও থাকছেন আরসিবি ক্যাপ্টেন। 


কী বলছেন স্মৃতি?


প্রথম ম্যাচে নামার আগে স্মৃতি মন্ধানা বলেন, ''নিঃসন্দেহে আমাদের সবার কাছে একটা বড় মুহূর্ত। প্রথম বার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামছি আমরা। বিদেশি ক্রিকেটারদের কাছেও এটা বিশাল সুযোগ। আমরা জানি একটা চাপ থাকবেই। কিন্তু আমি বলব প্রথমবার মাঠে নেমে শুধু খেলাটা উপভোগ করা উচিত। আমার মনে হয় আমরা একে অপরের পাশে সবসময় রয়েছি। দল হিসেবে মাঠে নামব আমরা। চাপ কখনও কেউ একা অনুভব করুক, চাই না। অনেক প্লেয়ার আছে, যাঁদের অভিজ্ঞতা প্রচুর। এটা খুবই ভাল একটা বিষয় যে কমবয়সি অনেকে সুযোগ পাবে সেই অভিজ্ঞতা সঞ্চয়ের।''


প্রথম ম্যাচে জয় হরমনপ্রীতদের








- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.