UIDAI:  অন্য বিষয়গুলি বদলানোর নির্দিষ্ট নিয়ম  থাকলেও বার-বার আধার কার্ডে (Aadhaar Card) বদলানো যায় ঠিকানা। তবে কিছু ক্ষেত্রে এই ঠিকানা বদল কঠিন হয়ে দাঁড়ায় আধার কার্ড হোল্ডারদের। এই বিষয়ে আধার কর্তৃপক্ষ বা UIDAI- রয়েছে বিশেষ নিয়ম। জানেন কাদের সমস্যা হয় এই নিয়মের কারণে। কীভাবে হবে সমস্যার সমাধান। 


সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
ভারতে বসবাসকারীদের জন্য পরিচয়পত্র খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, পাসবুক, প্যান কার্ড আধার কার্ড কোনও ব্যক্তির পরিচয় হিসাবে কাজ করে। এর মধ্য়ে ৯০ শতাংশ দেশবাসী আধার কার্ডকে পরিচয়পত্র ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে থাকেন। সেই কারণে ভারতের সবথেকে ব্যবহৃত নথির নাম এখন আধার কার্ড।


আধারে ঠিকানা কতবার বদল করতে পারবেন
অনেক ক্ষেত্রে আধার কার্ডে ঠিকানায় ত্রুটি ধরা পড়ে। কেউ কেউ বার বার বাড়ি বদলের কারণে ঠিকানা বদল করে থাকেন। সেই ক্ষেত্রে আধার কর্তৃপক্ষও যাত বার চাইবেন, ততবার কার্ডে ঠিকানা বদলের সুযোগ দেয়।  তবে কিছু মানুষের ক্ষেত্রে UIDAI-এর নিয়মের কারণে ঠিকানা বদল কঠিন হয়ে পড়ে। জেনে নিন, ঠিক কীভাবে অনলাইনে আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন।


কোন কোন নথি না থাকলে সমস্যা
এমনিতে সবাইকেই আধার কার্ডে যতবার চাইবেন ততবার ঠিকানা বদলের সুযোগ দেয় আধার কর্তৃপক্ষ। এর জন্য প্রামাণ্য় নথি জমা দিতে হবে আপনাকে। তবে যে ভাড়াটেরা বার বার বাড়ি বদল করেন, তাদের এই নথি দিতে সমস্যা হয়। তবে আপনার কাছে ভাড়ার চুক্তিপত্র হাতে থাকলে সহজেই হয়ে যাবে আপনার কাজ। কিন্তু এই ক্ষেত্রে বৈধ ভাড়ার চুক্তি বা রেন্ট এগ্রিমেন্টই ঠিকানা বদলের জন্য নেবে আদার কর্তৃপক্ষ।


কীভাবে অনলাইনে আধারের ঠিকানা বদল করবেন ?
1 ঠিকানা বদল করতে প্রথমে আপনাকে UIDAI আধারের ওয়েবসাইটে যেতে হবে। 
2 এরপর মাই আধারে ক্লিক করতে হবে আপনাকে। 
3 পরবর্তীতে আপডেট ইওর আধার সেকশনে যেতে হবে। 
4 এবার প্রসিড টু আপডেট আধারে যেতে হবে আপনাকে। 
5 এই পর্বে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড পূরণ করুন। 
6 এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে লগ ইন করুন সাইটে। 
7শেষে ঠিকানা আপডেট করতে আপডেট ডেমোগ্রাফিক ডেটায় ক্লিক করে অ্যাডরেস আপডেট করুন।


Privacy Policy: স্ত্রীর ব্যক্তিগত ছবি স্বামী ফাঁস করলে কী হতে পারে জানেন, আইন কী বলে ?