কলকাতা: কর্মসূত্রে তিনি দেশের বাইরে থাকেন। তবু কলকাতার কোনও দুর্ঘটনা ভীষণ নাড়া দেয় তাঁকে। আর সেটা যদি হয় ধর্ষণ ও খুনের মতো নৃশংস কোনও ঘটনা, যন্ত্রণায় যেন কুঁকড়ে ওঠেন।
তিনি, সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কন্যা। ছুটিতে বাড়ি ফিরেছেন সানা। তবে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ, ভিনদেশও তোলপাড় হচ্ছে, ছুটির মেজাজে সময় কাটাতে পারলেন না সানা। নেমে পড়লেন পথে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বেহালায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। ঠিক হয়েছিল, সকলে কালো পোশাক পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন। তুলবেন ন্যায় বিচারের দাবি। ঠিক ছিল, সৌরভও মিছিলে হাঁটবেন। তবে সিএবি-র প্রাক্তন সহ সভাপতি অমিয় কুমার আঢ্য প্রয়াত হয়েছিলেন বুধবার। তাঁর মরদেহ আনা হয়েছিল ইডেন গার্ডেন্সে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সৌরভ।
বেহালায় তখন প্রবল বৃষ্টি। বজ্রপাত। সিএবিতেই আটকে পড়েন সৌরভ। বৃষ্টি উপেক্ষা করেই অবশ্য রাস্তায় নেমে পড়েন ডোনা ও সানা। সঙ্গে দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা। সৌরভ পরে যোগ দিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি জ্বালান।
আর জি কর কাণ্ড কতটা নাড়া দিয়েছে, সানার কথাতেই তার প্রতিফলন। বলেন, 'প্রতিবাদ করাটা খুব জরুরি। আগেও বলেছি সমাজে সকলের সমান অবস্থান। বৃষ্টি, অগ্নিকাণ্ড যাই হোক না কেন, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। নিহত মহিলা চিকিৎসকের ন্যায় বিচার পাওয়া উচিত।'
সানা লন্ডনে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন। সেখানেই তিনি কর্মরত এখন। তবে ছুটিতে কলকাতায় ফিরেছেন সৌরভ-কন্যা।
আরও পড়ুন: আজ ফের নামছেন নীরজ চোপড়া, কখন-কোথায় দেখবেন কিংবদন্তির জ্যাভলিন থ্রো?