নয়াদিল্লি: ভারতীয় উপমহাদেশের ক্রিকেটাররা স্পিন খেলতে পটু। স্টেপ আউট করে, কব্জির মোচড়ে কী করে স্পিন ভেল্কি সামলাতে হবে সেই বিষয়ে ভারত (Indian Cricket Team), পাকিস্তানের ব্যাটাররা উদাহরণ ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে খানিকটা আশ্চর্যজনকভাবেই ভারতীয় দলের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা দেখা দিয়েছে, যা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে স্পষ্ট হয়ে ওঠে। সেই ভুলত্রুটি শুধরে দিতে তৎপর টিম ইন্ডিয়ার নতুন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দল ২৭ উইকেট হারায়। তিন ম্যাচের কোনও সিরিজ়ে স্পিনারদের বিরুদ্ধে এত উইকেট হারানোর রেকর্ড আর কোনও দলের নেই। মূলত স্পিনের বিরুদ্ধে ব্যর্থতাই টিম ইন্ডিয়ার সিরিজ় হারের কারণ হয়ে দাঁড়ায়। সামনেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই সিরিজ়। বাংলাদেশের বিরুদ্ধে দুই ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ঘরের মাঠে ভাল খেলতে হলে যে স্পিনের বিরুদ্ধে ভাল করা প্রয়োজন, সেই বিষয়ে টেন দুশখাতে অবগত এবং সেই জন্যই তিনি পরিস্থিতির উন্নতি ঘটাতেও সচেতন।


টেন দুশখাতে মেনে নিচ্ছেন যে তাঁকে যে ভারতীয় ব্যাটারদের সঙ্গে স্পিন খেলা নিয়ে কাজ করতে, সেটা তাঁর চিন্তাভাবনার বাইরে ছিল। কিন্তু বিদেশের মাটিতে ভারতের ভাল করার প্রবল ইচ্ছায় হয়তো স্পিন খেলার দক্ষতা এবং সেই বিষয়ে উন্নতি করাটা খানিক ব্যাকফুটে চলে গিয়েছে বলে মনে করছেন টেন দুশখাতে।


তিনি বলেন, 'ভারতীয় ব্য়াটারদের স্পিনের বিরুদ্ধে ব্য়াটিংয়ের বিষয়টা আমার কল্পনাতীত ছিল এবং এই একটা চ্যালেঞ্জ যে নিতে হবে সেটাই আমি ভাবতে পারিনি। শ্রীলঙ্কায় স্পিনারদের বিরুদ্ধেই আমরা বিপাকে পড়েছিলাম। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের দেশে ভাল করার ফোকাসটা এত বেশি ছিল যে কোথাও হয়তো ভারতীয় দলের বরাবর যা শক্তিশালী অঙ্গ ছিল, সেই স্পিন খেলার বিষয়টায় আমরা তেমন গুরুত্ব দিইনি। এই বিষয়টা ঠিকঠাক করার ব্যাপারে আমি তৎপর, যাতে ভারতীয়রা ফের একবার স্পিন খেলার বিষয়ে বিশ্বের সেরা দলের তকমাটা পায়।' 


তবে টেন দুশখাতে টেকনিক নিয়ে বাড়তি বকবকে বিশ্বাসী নন। বরং তিনি ছোট ছোট জিনিসপত্র শুধরে, নতুন নতুন কিছু উপদেশ দিয়ে দলের উন্নতি ঘটাতে বলেই জানান প্রাক্তন ডাচ অলরাউন্ডার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেন দলীপ ট্রফিতে সুযোগ পাননি? নিজেই জানালেন রিঙ্কু সিংহ