কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় বিষণ্ণ, হতাশ তিনি। প্রতিবাদের ঢেউ যখন রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ ও বিদেশের বিভিন্ন কোণে ছড়িয়ে পড়ছে, তখন বিক্ষোভে শামিল হলেন তিনিও। 


ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। নামী নৃত্যশিল্পী ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী রাস্তায় নামলেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেও কালো পোশাক পরে প্রতিবাদ মিছিলে হাঁটেন ডোনা। যে মিছিলের আয়োজন করেছিল তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরী।


গত ৯ অগাস্ট আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। তার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে পথে নামেন ডোনা ও কন্যা সানা। সঙ্গে দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সৌরভও।


ডোনা বলেছেন, 'আজ যারা হেঁটেছে, প্রত্যেকে নিজের ইচ্ছায় যোগ দিয়েছে। আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গা থেকে রোজই ধর্ষণের খবর শুনতে পাই। সেটা মোটেও ভাল খবর নয়। আমাদের প্রত্যেকের জন্য নিরাপদ সমাজ চাই।'


বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। প্রবল চাপের মুখে রাতেই পড়ুয়াদের দাবি মেনে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে সরিয়ে দেয় স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, নবনিযুক্ত সুপার বুলবুল মুখোপাধ্যায় ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকারকেও সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।


আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের অভিযোগ ঘিরে প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ১২ অগাস্ট পদত্য়াগ করেন। যদিও সেদিনই তাঁকে ন্যাশানল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আর জি কর হাসপাতালের নতুন অধ্য়ক্ষের দায়িত্ব দেওয়া হয় সুহৃতা পালকে। এবার তাঁকেও চাপের মুখে ১০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছে। R G কর মেডিক্য়াল কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়।                  


আরও পড়ুন: আজ ফের নামছেন নীরজ চোপড়া, কখন-কোথায় দেখবেন কিংবদন্তির জ্যাভলিন থ্রো?