সন্দীপ সরকার, কলকাতা: ভারতের টি-২০ দলে নেই। রবিবার বিকেলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষণে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামিরা অনুশীলনে নেমে পড়লেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বুধবার, ২২ জানুয়ারি। তার আগে জোরকদমে প্রায় সাড়ে তিন ঘণ্টা অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটারেরা।


আর ঠিক সেদিনই সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ঋষভ পন্থের (Rishabh Pant)। কিন্তু কেন? তাহলে কি টি-২০ সিরিজের জন্য নির্বাচকদের জরুরি বার্তা পেয়ে ভারতীয় দলে যোগ দিতে এলেন রুরকির তরুণ উইকেটকিপার-ব্যাটার?


রবিবার বিকেল থেকে সেই কৌতূহল ছড়িয়ে গেল ময়দানে। খোঁজ নিতেই জানা গেল, পন্থের শহরে আসার সঙ্গে জড়িয়ে রয়েছে বড় এক চমক। আইপিএলে (IPL 2025) গুরুদায়িত্ব পেতে পারেন পন্থ ।


কী সেই দায়িত্ব? বিশ্বস্ত সূত্র থেকে জানা গেল, লখনউ সুুপার জায়ান্টস (LSG) তাদের অধিনায়ক করতে চলেছে পন্থকেই। সোমবার দুপুরেই সেই ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। তার আগে পন্থকে কলকাতায় উড়িয়ে এনেছে এলএসজি-ই ।


গত আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। তবে নিলামের আগে তাঁকে রিটেন করেনি দিল্লি। জানা গিয়েছিল, পন্থ নিজেই নাকি চেয়েছিলেন তাঁকে ছেড়ে দিক দিল্লি। যাতে তিনি নিলাম থেকে নতুন দলে যোগ দিতে পারেন। নিলামে আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ২৭ কোটি টাকায় বিক্রি হন পন্থ। তাঁকে কিনে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলকে ছেড়ে দেওয়ার পর তারা নতুন এক নেতার অপেক্ষায় ছিল ।


শোনা যাচ্ছিল, লখনউয়ের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন নিকোলাস পুরানও। ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেন করেছে লখনউ। তার পর থেকেই পুরানকে সম্ভাব্য অধিনায়ক হিসাবে চিহ্নিত করছিলেন অনেকে। মনে করা হচ্ছিল, লখনউয়ের নেতৃত্বের লড়াইয়া হবে পুরানের সঙ্গে পন্থের।


তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে শেষ ল্যাপে এগিয়ে গিয়েছেন পন্থ। সব কিছু ঠিকঠাক চললে, তাঁর হাতেই উঠতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দায়িত্ব। সোমবার দুপুরে আলিপুরে লখনউয়ের মালিক, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার অফিস থেকে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। ভারতীয় ক্রিকরেটপ্রেমীরা পন্থকে ফের অধিনায়ক হিসাবে দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন।


আরও পড়ুন: ১৪ মাস পর ভারতীয় দলে যোগ দিয়েই ইডেনে আগুন শামির, ইংরেজদের ঘায়েল করতে পারবেন?