কুয়ালা লামপুর: দুরন্ত জয় দিয়ে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজ়কে মাত্র ৪৪ রানে গুটিয়ে দেয় ভারতীয় দল। জবাবে মাত্র ৪.২ ওভারেই এক উইকেটে হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।
ম্যাচ টস জেতে ভারতীয় দলই। টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় ওভারে জোশিথা ভারতীয় দলের হয়ে প্রথম উইকেটটি নেন। ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক সামারাকে সাজঘরে ফেরান তিনি। ঠিক পরের বলেই তিনি আবারও সাফল্য পান। এবার নঈজান্নি কাম্বাবাচকে ফেরান তিনি। এরপর আয়ুষী শুক্ল ও পারুণিকা সিসোদিয়া, ভারতের স্পিন জুটি ভারতীয় দলের হয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। শুক্ল দুইটি উইকেট নেন। সিসোদিয়া পান তিনটি সাফল্য।
স্পিনারদের ভেল্কির পর মহিলা দলের ছোটদের হয়ে বাকি কাজটা করেন ভারতীয় ফিল্ডাররা। তাঁরাই ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের শেষদিকের উইকেটগুলি নেন। তিন তিনটি রান আউট হয়। ৪৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে লক্ষ্য একেবারেই তেমন আহামরি ছিল না। সেই লক্ষ্যে পৌঁছতে তরুণ তুর্কিদের তেমন কোনও কষ্টও করতে হয়নি।
তবে রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই আহামরি করতে পারেনি ভারতীয় দল। প্রথম ওভারেই প্রথম উইকেটটি হারায় ভারত। ওপেনার জি তৃষা ফেরেন সাজঘরে। তবে কামিলিনি জি এবং সানিকা চালকে নিশ্চিত করেন যাতে লক্ষ্যে পৌঁছনোর আগে ভারতীয় দলের আর কোনও উইকেট না পড়ে।এই দাপুটে জয়ে গ্রুপ 'এ'-তে গত বারের চ্যাম্পিয়নরা বেশ ভাল জায়গায় রয়েছে। বর্তমানে তাঁদের নেট রান রেট চোখধাঁধানো ৮.৬৪৬।
অপরদিকে গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কা আয়োজক দেশ মালয়েশিয়াকে ১৩৯ রানের বিরাট ব্যবধানে জয় পায়। চামুণ্ডি ও দাহামি লঙ্কান দলের হয়ে ম্যাচের নায়ক হয়ে উঠে আসেন। দ্বীপরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬২ রান তোলে। জবাবে মালয়েশিয়া মাত্র ২৩ রানেই গুটিয়ে যায়।
আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের স্পিনার