মুম্বই: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে বলে খবর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেমন আছেন পন্থ? ভারতীয় তারকার শারীরিক অবস্থার আপডেট জানতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। বোর্ডের (BCCI) তরফে সদ্যই পন্থের বিষয়ে আপডেটও দেওয়া হল।


বোর্ডের বিবৃতি


কপাল, পিঠ, হাঁটুর মতো একাধিক স্থানে পন্থ আঘাত পেয়েছেন বলেই বোর্ডের তরফে জানানো হয়। বিসিসিআই এক বিবৃতিতে বলে, 'ঋষভ পন্থের কপালের দুই জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতেও। তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের রয়েছে। এখন অবশ্য ঋষভের পরিস্থিতি স্থিতিশীল এবং তাঁকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এমআরআইয়ের মাধ্যমে তাঁর চোট ঠিক কতটা গভীর, তা নির্ধারিত করা হবে এবং সেখানেই তাঁর চিকিৎসাও চলবে।' 


 






 


বিসিসিআইয়ের তরফে জানানো হয় বোর্ড পন্থের পরিবারের সঙ্গেও নিরন্তরভাবে যোগাযোগ রেখে চলছে। 'বিসিসিআই পন্থের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বোর্ডের মেডিক্যাল দলও পন্থের চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছে। ঋষভ যাতে সেরা চিকিৎসা পান এবং যাতে তিনি দ্রুতই এই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেন, সেইদিকে বোর্ড নজর রাখবে।' জানানো হয় বোর্ডের তরফে।


ঘটনার বিবরণ


ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঊর্বশীর