নয়াদিল্লি: শুক্রবার সকালেই ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Car Accident) খবর সামনে আসে। পন্থের দুর্ঘটনার কথা শুনে নড়েচড়ে বসেছে ক্রিকেটবিশ্ব। ভিভিএস লক্ষ্মণ থেকে পন্থের আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, সকলেই ভারতীয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। এবার দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) তরফেও পন্থের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়ে তাঁকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।


পন্থের পাশে ডিডিসিএ


দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) সচিব সিদ্ধার্থ সাহিব আগেই জানিয়েছিলেন, 'আমরা সকলেই ঋষভ পন্থের পরিস্থিতি চিন্তিত। তবে তিনি এখন স্থিতিশীল। ডিডিসিএ-তে আমরা সবসময় ওর শারীরিক অবস্থার আপডেট রাখছি এবং ওর দ্রুত সুস্থতা কামনা করছি।' ডিডিসিএর সভাপতি রোহন জেটলি পন্থকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, 'প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঋষভ পন্থ বর্তমানে স্থিতিশীল। হাসপাতালের তরফে শীঘ্রই মেডিক্যাল বুলেটিনের মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার আপডেট জানানো হবে। ঋষভ পন্থ আমাদের কাছে পরিবারের মতো এবং ডিডিসিএর তরফে এক্ষেত্রে সমস্তরকম সহযোগিতা করা হবে।'


গাড়ি দুর্ঘটনা


উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে। 


ঋষভ পন্থের মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠও। শোনা যাচ্ছে, ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


প্রয়োজনে ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হবে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। চোটের কারণে ঋষভ পন্থকে বিরতি দিয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে কপালে, পিঠে ও পায়ে আরও চোট রয়েছে। 


আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে পন্থ, সুস্থতা কামনা করে ট্যুইট লক্ষ্মণ, বিলিংসদের