নয়াদিল্লি: ২০২২ সালে ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তারকা কিপার-ব্যাটারের প্রত্যাবর্তনের দিনকাল ক্রমশই এগিয়ে আসছে। আসন্ন আইপিএলেই (IPL 2024) তাঁকে মাঠে ফিরতে দেখা যেতে পারে। এর আগে নিজের ফিটনেস আপডেট নিজেই দিলেন পন্থ।


মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পন্থ একটি ভিডিও আপলোড করেন যেখানে তাঁকে জিমে কড়া কসরত করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওর ক্যাপশনে পন্থ লেখেন, 'জীবনে এগিয়ে চলার সংঘর্ষ চালিয়ে যাও।' এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন পন্থ নিজের পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন। আসন্ন আইপিএলে তাঁকে যে খেলতে দেখা যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, বারংবার তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের তরফে দেওয়া হয়েছে।


 



পন্থের জিম-সেশন


দিল্লির হয়ে আইপিএলের মিনিনিলামে উপস্থিত ছিলেন পন্থ। সম্প্রতি তো ভারতীয় শিবিরেও ব্যাটিং করতে দেখা গিয়েছিল পন্থকে। আফগানিস্তানের বিরুদ্ধে এই মাসেই বেঙ্গালুরুতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় নেটে হাজির হয়েছিলেন পন্থ। রোহিতদের অনুশীলনে আচমকাই উপস্থিত হয়ে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ উইকেট কিপার ব্যাটার। কালো টি শার্ট ও শর্টসে এসেছিলেন তিনি। নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন। পন্থের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দেন রোহিত, বিরাট, রিঙ্কুরা। 


তবে পন্থের চোট সারিয়ে মাঠে ফেরার খুশির খবরের মাঝেই জাডেজার চোট নিয়ে চাপে ভারতীয় শিবির। হায়দরাবাদ টেস্টে দ্রুত রান নেওয়ার চেষ্টায় পেশিতে চোট পান ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই চোট সারানোর লক্ষ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গেলেন জাডেজা। নিজের সোশ্যাল মিডিয়ায় এনসিএ-তে পৌঁছনোর ছবিও পোস্ট করেন জাডেজা। তিনি তার ক্যাপশনে লেখেন, 'পরবর্তী কয়েকদিনের জন্য এটাই আমার বাড়ি।'


আশঙ্কা করা হচ্ছে জাডেজা বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। তারকা অলরাউন্ডার আদৌ আর ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি চার টেস্টের একটিতেও অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। জাডেজার পাশাপাশি চোটের কবলে পড়েছেন কেএল রাহুলও। তাঁদের অনুপস্থিতিতে তাঁদের পরিবর্ত খেলোয়াড়দের নামও ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ ময়ঙ্ক আগরওয়াল, ভর্তি হলেন হাসপাতালে